রোমানিয়ায় হিন্দুধর্মের সক্রিয় অনুশীলনের ইতিহাস খুব বেশি প্রাচীন নয়। যদিও অনেক বিশিষ্ট রোমানিয়ান চিন্তাবিদদের হিন্দু চিন্তাধারায় আগ্রহ রয়েছে এবং ১৯৮৯ সালের রোমানিয়ান বিপ্লবের পর থেকে কৃষ্ণ চেতনার জন্য ইন্টারন্যাশনাল সোসাইটি -এর কাজের মাধ্যমে কিছু রোমানিয়ানরা ধর্মান্তরিত হয়েছে। হরে কৃষ্ণ ভক্ত সারা দেশে ফুড ফর লাইফ কর্মসূচির আওতায় বিনামূল্যে খাবার বিতরণ করে এবং অন্যান্য সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে। প্রতি বছর কৃষ্ণভক্তরা ভগবান জগন্নাথের রথযাত্রার আয়োজন করে এবং হাজার হাজার মানুষ রথযাত্রায় অংশগ্রহণ করে।
রোমনিয়াতে বর্তমানে প্রায় ১,০০০ জন ভারতীয় বসবাস করে এবং এদের বেশিরভাগই বুখারেস্ট ও টিমিসোয়ারা শহরে বসবাস করে[১]।