রোমানো প্রোদি | |
---|---|
ইতালির প্রধানমন্ত্রী | |
কাজের মেয়াদ ১৭ মে ২০০৬ – ৮ মে ২০০৮ | |
রাষ্ট্রপতি | জর্জো নাপোলিতানো |
ডেপুটি | |
পূর্বসূরী | সিলভিও বেরলুসকোনি |
উত্তরসূরী | সিলভিও বেরলুসকোনি |
কাজের মেয়াদ ১৭ মে ১৯৯৬ – ২১ অক্টোবর ১৯৯৮ | |
রাষ্ট্রপতি | ওস্কার লুইজি স্কালফারো |
ডেপুটি | Walter Veltroni |
পূর্বসূরী | লামবের্তো দিনি |
উত্তরসূরী | মাসসিমো দালেমা |
President of the European Commission | |
কাজের মেয়াদ ১৬ সেপ্টেম্বর ১৯৯৯ – ২১ নভেম্বর ২০০৪ | |
উপরাষ্ট্রপতি | Neil Kinnock |
পূর্বসূরী | Manuel Marín |
উত্তরসূরী | José Manuel Barroso |
ডেমোক্র্যাটিক দলের সভাপতি | |
কাজের মেয়াদ ১৪ অক্টোবর ২০০৭ – ১৬ এপ্রিল ২০০৮/ | |
পূর্বসূরী | পদ সৃষ্টি |
উত্তরসূরী | Rosy Bindi |
President of the Institute for Industrial Reconstruction | |
কাজের মেয়াদ ২০ মে ১৯৯৩ – ২৭ জুলাই ১৯৯৪ | |
পূর্বসূরী | ফ্রাঙ্কো নোবিলি |
উত্তরসূরী | মিচেলে তেদেশি |
কাজের মেয়াদ ৩ নভেম্বর ১৯৮২ – ২৯ অক্টোবর ১৯৮৯ | |
পূর্বসূরী | পেত্রো সেত্তে |
উত্তরসূরী | ফ্রাঙ্কো নোবিলি |
Minister of Industry, Commerce and Crafts | |
কাজের মেয়াদ ২৫ নভেম্বর ১৯৭৮ – ২০ মার্চ ১৯৭৯ | |
প্রধানমন্ত্রী | জুলিও আন্দ্রেওত্তি |
পূর্বসূরী | কার্লো দোনাত-কাত্তিন |
উত্তরসূরী | ফ্রাঙ্কো নিকোলাৎজি |
Member of the Chamber of Deputies | |
কাজের মেয়াদ ২৮ এপ্রিল ২০০৬ – ২৮ এপ্রিল ২০০৮ | |
সংসদীয় এলাকা | এমিলিয়া-রোমানিনা |
কাজের মেয়াদ ৯ মে ১৯৯৬ – ১৬ সেপ্টেম্বর ১৯৯৬ | |
সংসদীয় এলাকা | বোলোনিয়া |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | রোমানো আন্তোনিও প্রোদি ৯ আগস্ট ১৯৩৯ Scandiano, Kingdom of Italy |
রাজনৈতিক দল | ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাসি (১৯৬৩–১৯৯৪) Italian People's Party (১৯৯৪–১৯৯৬) Independent (১৯৯৬–১৯৯৯; ২০০২–২০০৭; ২০১৩–২০১৯) The Democrats (১৯৯৯–২০০২) Democratic Party (২০০৭–২০১৩; ২০১৯–বর্তমান) |
অন্যান্য রাজনৈতিক দল | দি অলিভ ট্রি (১৯৯৫–২০০৭) দ্য ইউনিয়ন (২০০৫–২০০৭) |
দাম্পত্য সঙ্গী | ফ্লাভিয়া ফ্রানৎসোনি (বি. ১৯৬৯) |
সন্তান | ২ |
প্রাক্তন শিক্ষার্থী | |
স্বাক্ষর |
রোমানো প্রোদি (জন্ম ৯ আগস্ট ১৯৩৯) ইতালীয় রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সরকারী কর্মকর্তা। তিনি ১৯৯৬ সালের ১৭ই মে থেকে ১৯৯৮ সালের ২১শে অক্টোবর পর্যন্ত এবং ২০০৬ সালের ১৭ই মে থেকে ২০০৮ সালের ৮ই মে পর্যন্ত দুইবার ইতালির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।[১][২] তিনি ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের দশম সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ১৪ ই অক্টোবর ২০০৭ সালে নবগঠিত ডেমোক্রটিক পার্টির হয়ে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রোদিকে তার শিক্ষায়তনিক কর্মজীবনের জন্য প্রায়ই ইল প্রোফেসসোরে" ("অধ্যাপক") নামে অভিহিত করা হয়।[৩]