ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | রোমারিও আন্দ্রেস ইবারা মিনা | ||
জন্ম | ২৪ জুলাই ১৯৯৪ | ||
জন্ম স্থান | আতুনতাকি, ইকুয়েডর | ||
উচ্চতা | ১.৭৬ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | পাচুকা | ||
জার্সি নম্বর | ৩০ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:০০, ২০ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
রোমারিও আন্দ্রেস ইবারা মিনা (স্পেনীয়: Romario Ibarra, স্পেনীয় উচ্চারণ: [ɾomˈaɾjo iβˈaɾɾa]; জন্ম: ২৪ জুলাই ১৯৯৪; রোমারিও ইবারা নামে সুপরিচিত) হলেন একজন ইকুয়েডরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মেক্সিকীয় ক্লাব পাচুকা এবং ইকুয়েডর জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
ইবারা ২০১৭ সালে ইকুয়েডরের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইকুয়েডরের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৫ ম্যাচে ৩টি গোল করেছেন।
রোমারিও আন্দ্রেস ইবারা মিনা ১৯৯৪ সালের ২৪শে জুলাই তারিখে ইকুয়েডরের আতুনতাকিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
ইবারা কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১৪ই নভেম্বর তারিখে ঘোষিত ইকুয়েডরের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[১][২][৩]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
ইকুয়েডর | ২০১৭ | ২ | ২ |
২০১৮ | ৩ | ১ | |
২০১৯ | ১১ | ০ | |
২০২০ | ২ | ০ | |
২০২২ | ৭ | ০ | |
সর্বমোট | ২৫ | ৩ |
ইকুয়েডরীয় ফুটবল সম্পর্কিত জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |