অ্যাসোসিয়েশন | মালয়েশীয় রোহিঙ্গা অ্যাসোসিয়েশন | ||
---|---|---|---|
কনফেডারেশন | কনিফা | ||
ওয়েবসাইট | rohingyafc | ||
|
রোহিঙ্গা জাতীয় ফুটবল দল (ইংরেজি: Rohingya national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে মিয়ানমারের (যা আরাকান, বার্মা নামেও পরিচিত) রাখাইন রাজ্যের একটি মুসলিম জাতিগত গোষ্ঠী রোহিঙ্গার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম রোহিঙ্গার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মালয়েশীয় রোহিঙ্গা অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।[১][২] এই দলটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং তাদের আঞ্চলিক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্যপদ লাভ করেনি। রোহিঙ্গা ভিশন টিভি, কিক প্রজেক্ট (এনজিও) এবং অস্ট্রেলিয়া সরকার এই দলটির পৃষ্ঠপোষকতা করছে।[৩]
ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্যপদ না থাকার ফলে রোহিঙ্গা এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপ এবং এএফসি এশিয়ান কাপে অংশগ্রহণ করতে পারেনি।