রোহিত রায় | |
---|---|
![]() ২০১৪ সালে রায় | |
জন্ম | রোহিত বসু রায়[১] ৫ এপ্রিল ১৯৬৮ অথবা ৫ এপ্রিল ১৯৬৯[২][৩][৪] |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা |
দাম্পত্য সঙ্গী | মানসী জোশী রায় (বি. ১৯৯৯) |
সন্তান | ১ |
আত্মীয় | রনিত রায় (ভাই) শর্মন জোশী (শ্যালক) |
রোহিত রায় (জন্ম: ৫ এপ্রিল ১৯৬৮/১৯৬৯) একজন ভারতীয় অভিনেতা, যিনি টেলিভিশন ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত।[৫] তিনি হিন্দি টেলিভিশন ধারাবাহিক দেশ মে নিকলা হোগা চাঁদ এবং স্বভিমান-এ তার ভূমিকার জন্য সর্বাধিক পরিচিত।[৬]
রোহিত রায় অভিনেতা রনিত রায়ের ছোট ভাই। তিনি ১৯৯৯ সালের ২৩ জুন অভিনেতা শর্মন জোশীর বোন মানসী জোশীকে বিয়ে করেন। এই দম্পতির কিয়ারা নামে একজন কন্যা সন্তান রয়েছে।[৭]
টেলিভিশন ধারাবাহিকে কাজ করার পাশাপাশি তিনি কাবিল, এক খিলাড়ি এক হাসিনা, অ্যাপার্টমেন্ট এবং প্ল্যান-এর মতো উল্লেখযোগ্য বলিউড চলচ্চিত্রেও অভিনয় করেছেন।[৮] তিনি শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, যেখানে তিনি গ্যাং সদস্যদের মধ্যে ফাত্তু নামের একজনের চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি নৃতত্ত্ব চলচ্চিত্র দশ কাহানিয়াঁর অংশ হিসেবে রাইস প্লেট নামে একটি শর্ট ফিল্মও পরিচালনা করেছেন।[৯]