রোহিলখণ্ড

রোহিলখণ্ড
An old Painting of the dargah of ruler of Rohilkhand, Sardar Hafiz Rahmat Khan
অবস্থান উত্তর প্রদেশ
রাষ্ট্র প্রতিষ্ঠিত: ১৬৯০
ভাষা হিন্দি, প্রমিত উর্দু, ইংরেজির কৌরবী উপভাষা। পূর্বে: রোহিলা উর্দু ও পশতু
রাজবংশ পাঞ্চাল (মহাভারত যুগ)
মুঘল (১৫২৬-১৭৩৬)
রোহিলা (১৭৩৬-১৮৫৮)
ঐতিহাসিক রাজধানী বেরেলি, বুদাউন, রামপুর
বিচ্ছিন্ন সুবা আমরোহা, বাহজোই, বেরেলি, বিজনোর, বুদাউন, কাকরালা, খুতার, মোরাদাবাদ, নাজিবাবাদ, পিলিভীত, রামপুর, শাহজাহানপুর
উত্তর প্রদেশের অঞ্চলগুলি

রোহিলখণ্ড (পূর্বে রামপুর রাজ্য) হল ভারতের উত্তর প্রদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি অঞ্চল, যেটি বেরেলি ও মোরাদাবাদ বিভাগে অবস্থিত। এটি সিন্ধু-গাঙ্গেয় সমভূমি অংশ এবং রোহিলা উপজাতির নামে এটির নামকরণ করা হয়েছে। সংস্কৃত ভাষার মহাকাব্য মহাভারতরামায়ণে এই অঞ্চলটিকে মধ্যদেশ ও পাঁচাল বলা হয়েছে। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Rohilkhand | historical region, India"Encyclopedia Britannica। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-২৭