লংগেওয়ালা | |
---|---|
পশ্চিমাঞ্চলীয় সীমান্ত | |
ভারতের রাজস্থানে অবস্থান | |
স্থানাঙ্ক: ২৭°৩১′২৩″ উত্তর ৭০°৯′১৬″ পূর্ব / ২৭.৫২৩০৬° উত্তর ৭০.১৫৪৪৪° পূর্ব | |
Country | ভারত |
State | রাজস্থান |
District | জয়সলমের |
Languages | |
• Official | হিন্দি, রাজস্থানী |
সময় অঞ্চল | IST (ইউটিসি+5:30) |
লংগেওয়ালা ভারতের পশ্চিম সীমান্ত রাজ্য রাজস্থানের একটি সীমান্ত শহর। এটি থর মরুভূমিতে জয়সালমের শহর থেকে প্রায় ১১১ কিলোমিটার দূরত্বে পশ্চিম অংশে অবস্থিত । এখানে বহুল প্রচলিত প্রধান ভাষাগুলি হল রাজস্থানী এবং হিন্দি। ২০১১ খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে লংগেওয়ালার মোট জনসংখ্যা ১৮৮ জন।[১]
১৯৭১ খ্রিস্টাব্দে সংঘটিত পাকিস্তান-ভারতের মধ্যে লড়াইয়ে (যা ঐতিহাসিক 'ব্যাটল অফ লংগেওয়ালা' বা 'লংগেওয়ালার যুদ্ধ' নামে পরিচিত) পাকিস্তানের সমস্ত ট্যাঙ্ক ধ্বংস হয়েছিল এবং পাকিস্তানের যুদ্ধ সামগ্রী ভারতীয় সেনাবাহিনী বাজেয়াপ্ত করে। ভারতীয় সেনার বীরত্বপূর্ণ বিজয়কে স্মরণে রেখে আর সেনাদের বীরত্ব ও আত্মত্যাগ প্রতি সম্মান জানাতে ১৯৬৫ খ্রিস্টাব্দে ভারত-পাকিস্তান যুদ্ধের সূবর্ণ জয়ন্তীতে ২৪ আগস্ট এটির উদ্বোধন করা হয়েছিল। এটি বর্তমানে রাজস্থানে একটি অন্যতম পর্যটন গন্তব্যের স্থান লাভ করেছে।