লক্ষ্মীকান্ত শর্মা

লক্ষ্মীকান্ত শর্মা তার ভাইদের সাথে

লক্ষ্মীকান্ত শর্মা (১৯৬০/১৯৬১ - ৩১ মে ২০২১) একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন। তিনি ব্যাপম কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত ছিলেন।

জীবনী

[সম্পাদনা]

শর্মা সিরঞ্জ থেকে নির্বাচিত মধ্যপ্রদেশ বিধানসভার সদস্য ছিলেন। []

ব্যাপম তদন্তের সময় তাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছিল। [] তিনি মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শর্মা ভোপালের চিরায়ু হাসপাতালে মারা যান, যেখানে তিনি ৬০ বছর বয়সে কোভিড-১৯-এর জন্য চিকিৎসাধীন ছিলেন। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Scam-tainted MP minister Laxmikant Sharma resigns from BJP's primary membership"। ২০১৫-০৭-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৭ 
  2. ‘LET LAXMIKANT, RAGHAVJI ALSO CONTEST ELECTIONS'
  3. "Senior Madhya Pradesh BJP leader dies of Covid-19"Hindustan Times। ১ জুন ২০২১।