লক্ষ্য সেন | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | [১] উত্তরাখণ্ড, ভারত | ১৬ আগস্ট ২০০১
উচ্চতা | ১.৭৯ মিটার (৫ ফুট ১০+১⁄২ ইঞ্চি) |
কার্যকাল | ২০১৬–বর্তমান |
হাত | ডান-হাতি |
লক্ষ্য সেন (হিন্দি: लक्ष्य सेन; জন্ম: ১৬ আগস্ট ২০০১) হলেন একজন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়, যিনি মূলত ভারতের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[২]
২০১৬ সালে ব্যাডমিন্টনে অভিষেক করা লক্ষ্য ভারতের হয়ে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
লক্ষ্য সেন ২০০১ সালের ১৬ই আগস্ট তারিখে ভারতের উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তার বাবা ডি কে সেন একজন ভারতীয় কোচ ও তার ভাই চিরাগ সেন একজন আন্তর্জাতিক ব্যাডমিন্টন খেলোয়াড়।[৩]
২০২১ সালের ডিসেম্বর মাসে তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছিলেন, যেখানে তিনি স্বদেশী সতীর্থ কিদাম্বি শ্রীকান্তের কাছে ২১-১৭, ১৪-২১, ১৭-২১-এ এক কঠিন লড়াইয়ে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেন।
জানুয়ারি মাসে তিনি ইন্ডিয়া ওপেনের ফাইনালে তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন লোহ কিন ইউকে পরাজিত করেন, যার ফলে তিনি তার প্রথম সুপার ৫০০ খেতাব জয় করেন।[৪] তিনি লোহকে টানা দুটি গেমে ২৪-২২, ২১-১৭-এ পরাজিত করেন। জার্মান ওপেনে, লক্ষ্য সেমিফাইনালে ক্রমতালিকায় প্রথম স্থানে থাকা ভিক্টর অ্যাক্সেলসেনকে পরাজিত করেন, কিন্তু ফাইনালে কুনলাভুত ভিটিডসর্নের কাছে হেরে যান। এরপর তিনি অল ইংল্যান্ড ওপেনের ফাইনালে পৌঁছানোর জন্য ক্রমতালিকায় তৃতীয় স্থানে থাকা অ্যান্ডার্স অ্যান্টনসেনকে এবং সপ্তম স্থানে থাকা লি জি জিয়াকে পরাজিত করেন।[৫] তিনি ফাইনালে ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে ১০-২১, ১৫-২১-এ হেরেছিলেন।[৬][৭] পরবর্তীকালে তিনি সুইস ওপেন থেকে নিজের প্রত্যাহার করে নেন, কেননা তিনি টানা ২টি বিডব্লিউএফ টুর্নামেন্ট ফাইনাল খেলে ক্লান্ত হয়ে পড়েছিলেন।
লক্ষ্য ভারতের প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি ব্যাডমিন্টনে পুরুষদের একক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[১] গ্রুপ পর্বে দুই ম্যাচে জয়লাভ করে তিনি গ্রুপ এল-এ প্রথম স্থান অধিকার করে নকআউট পর্বে অংশগ্রহণ করেছিলেন।[৮] ১৬ জনের পর্বে লক্ষ্য ভারতের প্রণয় এইচ. এস.-এর মুখোমুখি হয়েছিলেন, উক্ত ম্যাচে ২–০ সেট পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে তিনি পরবর্তী পর্বে উত্তীর্ণ হয়েছিলেন।[৯] অতঃপর সেমি-ফাইনালে ভিক্তোর আক্সেলসেনের কাছে পরাজিত হয়ে প্রতিযোগিতা হতে বিদায় নিয়েছিলেন।[৯][১০]