লগান | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
পরিচালক | আশুতোষ গোয়ারিকর |
প্রযোজক | আমির খান জামু সুঘান্দ |
রচয়িতা | আশুতোষ গোয়ারিকর কুমার দেব সঞ্জয় দায়মা কে পি স্যাক্সেনা (সংলাপ) |
শ্রেষ্ঠাংশে | আমির খান গ্রেসী সিং রাচেল শেলি পল ব্লাকথোরন |
বর্ণনাকারী | অমিতাভ বচ্চন[১] |
সুরকার | এ. আর. রহমান |
চিত্রগ্রাহক | আনিল মেহথা |
সম্পাদক | বাল্লু সালুজা |
পরিবেশক | আমির খান নির্মাতা সোনি পিকচারস ক্লাসিক কলাম্বিয়া ত্রিইস্টার |
মুক্তি | ১৫ জুন ২০০১[২] |
স্থিতিকাল | ২২৪ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | রুপি. ২৫০ মিলিয়ন[৩] |
আয় | রুপি. ৩৮৯ মিলিয়ন[৪] |
লগান (হিন্দি: लगान; আক্ষ. 'খাজনা') হচ্ছে ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র। আশুতোষ গোয়ারিকর এর পরিচালনায় চলচ্চিত্রটিতে আমির খান, গ্রেসি সিং নায়ক-নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন।
ব্রিটিশ ভারতের চম্পারণ এই চলচ্চিত্রের পটভূমি। এক ব্রিটিশ সামরিক ক্যাপ্টেনের ঔদ্ধত্য কীভাবে ক্রিকেট মাঠে খর্ব হয় তা এই ছবিতে দেখান হয়েছে। ব্রিটিশ ভারতের চম্পারণ গ্রামের মানুষ বৃষ্টি হয়নি বলে এক বছর খাজনা দিতে পারেনি। তারা সেনা ক্যাপ্টেন রাসেল নামক এক অহংকারী ব্যক্তিকে এক বছর খাজনা মাফ করার অনুরোধ জানালে সে তাদেরকে ক্রিকেট খেলতে বলে। এও বলে, জিতলে খাজনা মাফ, হারলে তিনগুন খাজনা দিতে হবে। এই খেলায় সম্পূর্ণ অনভিজ্ঞ গ্রামবাসী প্রথমে খেলতে ভয় পেলেও ভুবন রাজি হয়। এ কারণে সবাই সবাই অষন্তুষ্ট হলেও পরে সবাই ভূবনের কথা মনে নেয়। মাঠে কাচরার হেট্ট্রিক, ভূবনের একশ রান ও ইসমাইলের পঞ্চাশ রানে গ্রামের দল জিতে যায়।
|কর্ম=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)