লগার لوگر | |
---|---|
প্রদেশ | |
লগার প্রদেশের অবস্থান (লাল রঙ) | |
স্থানাঙ্ক (রাজধানী): ৩৪°০০′ উত্তর ৬৯°১২′ পূর্ব / ৩৪.০° উত্তর ৬৯.২° পূর্ব | |
দেশ | আফগানিস্তান |
রাজধানী | পোল-ই আলম |
সরকার | |
• রাজ্যপাল | মোহাম্মদ হালিম ফিদাই |
আয়তন | |
• মোট | ৩,৮৭৯.৮ বর্গকিমি (১,৪৯৮.০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৫) | |
• মোট | ৩,৯২,০৪৫ |
• জনঘনত্ব | ১০০/বর্গকিমি (২৬০/বর্গমাইল) |
সময় অঞ্চল | ইউটিসি+৪:৩০ |
আইএসও ৩১৬৬ কোড | AF-LOG |
মূল ভাষা | পশতু দারি |
লগার প্রদেশ (পশতু/দারি: لوگر) আফগানিস্তানের ৩৪ টি প্রদেশের মধ্যে একটি, যেটি দেশের পূর্ব অঞ্চলে অবস্থান করছে। বিভাগটি সাত জেলা নিয়ে গঠন করা হয়েছে এবং প্রায় একশোর উপরে গ্রাম রয়েছে। পোল-ই আলম হচ্ছে প্রদেশটির রাজধানী শহর।
২০১৩ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ৩৭৩,১০০ জন এর মত। এটি একটি বহুজাতিক উপজাতীয় সম্প্রদায় বসবাসকারি প্রদেশ হিসেবে বলা যায়, যেখানে প্রায় ৬০% পশতুন এবং বাকি তাজিক ও হাজারা সম্প্রদায়ের লোকজনের বসবাস।[১]