লজ্জা গৌরী (দেবনাগরী: लज्जा गौरी) হচ্ছে একজন হিন্দু দেবী যাকে উর্বরতা ও প্রাচুর্যের দেবী রূপে বিশ্বাস করা হয় এবং তিনি অশাস্ত্রীয় লৌকিক দেবী।
লজ্জা গৌরীর প্রারম্ভিক বর্ণনা সিন্ধু উপত্যকার লোকাচারীগণের দ্বারা খোদিত শিলালিপিতে পাওয়া যায়,[১] যদিও পরবর্তী বর্ণনাসমূহ ১ম-৩য় শতাব্দীকালের, এবং ভারতীয় উপমহাদেশের দাক্ষিণাত্য অঞ্চলে এই দেবীর উপাসনার প্রচলন ঘটে।
হিন্দুধর্মাবম্বীদের মহান মা দেবী কিন্তু লৌকিকতার দেবী লজ্জা গৌরী যার কোন অস্তিত্ব বা উল্লেখ হিন্দুধর্মগ্রন্থে নাই,,[২] কোটারী, কোটাভী (একজন নগ্ন কুলদেবী), কোট্টামহিকা, কোটমাই এবং অন্যান্য নামেও উর্বরতার (প্রজনন) দেবীরূপে উপাসনা করা হয়। তিনি সিন্ধুসভ্যতার প্রাচীন দেবী রূপ, মহারাষ্ট্র, গুজরাটের গ্রামগুলোতেও এই দেবীর উপাসনার প্রচলন ঘটে, যার উল্লেখ অমরাবতী, মধ্য ভারতের গ্রামীণ অঞ্চল, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকে প্রাপ্ত (বর্তমানে রাজ্য সসংগ্রহশালা, চেন্নাইতে সংরক্ষিত) ১৫০ - ৩০০ খ্রিস্টপূর্বের ভাস্কর্য থেকে জানা যায়।[৩] এখানকার বাদামি নামক শহরেটি বাদামি গুহা মন্দির-এর জন্য বিখ্যাত; এখানকার স্থানীয় প্রত্নতত্ত্ব সংগ্রহশালার শিলালিপিতেও উল্লেখিত রয়েছে; যা আসলে বিজাপুরের নাগনাথ মন্দিরে পাওয়া গেছিল।[৪]
<ref>
ট্যাগ বৈধ নয়; adi
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি