লট্টে লেনিয়া
Lotte Lenya | |
---|---|
জন্ম | কারোলিন ভিলহেল্মিন শার্লট ব্লামাউর ১৮ অক্টোবর ১৮৯৮ |
মৃত্যু | ২৭ নভেম্বর ১৯৮১ | (বয়স ৮৩)
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯২২-১৯৮১ |
দাম্পত্য সঙ্গী |
|
লট্টে লেনিয়া (জন্ম কারোলিন ভিলহেল্মিন শার্লট ব্লামাউর; ১৮ অক্টোবর ১৮৯৮ - ২৭ নভেম্বর ১৯৮১) ছিলেন একজন অস্ট্রীয়-মার্কিন অভিনেত্রী।[১] জার্মান-ভাষী ও ধ্রুপদী সঙ্গীত জগতে তিনি তার প্রথম স্বামী কুর্ট ভেইলের গানে পরিবেশনার জন্য সর্বাধিক পরিচিত। ইংরেজি ভাষা চলচ্চিত্রে তিনি দ্য রোমান স্প্রিং অব মিসেস স্টোন (১৯৬১) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি জেমস বন্ড চলচ্চিত্র ধারাবাহিকের ফ্রম রাশিয়া উইথ লাভ (১৯৬৩) চলচ্চিত্রে রোজা ক্লেব চরিত্রে অভিনয় করেন।
১৯৫৬ সালে তিনি মার্ক ব্লিৎজস্টাইনের দ্য থ্রিপেনি ওপেরা নাটকে জেনি চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ চরিত্রাভিনেত্রী বিভাগে টনি পুরস্কার অর্জন করেন। এটিই এত বড় সম্মাননা গ্রহীতা একমাত্র অফ-ব্রডওয়ে পরিবেশনা। লেনিয়া বার্লিনে থাকাকালীন একাধিক গান রেকর্ড করেন এবং মার্কিন মঞ্চেও গান করেন। বয়সের সাথে সাথে তার কণ্ঠের গভীরতা বৃদ্ধি পায়। যখন রাইজ অ্যান্ড ফল অব দ্য সিটি অব মাহগানি ও দ্য সেভেন ডেডলি সিন্স-এর সোপরানো অংশের গান গাচ্ছিলেন, সেই অংশগুলোর আরও নিম্ন সুরে গাওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল।
তিনি টেনেসি উইলিয়ামসের উপন্যাসের চলচ্চিত্ররূপ দ্য রোমান স্প্রিং অব মিসেস স্টোন (১৯৬১)-এ ভিভিয়েন লেইয়ের বন্ধু কনটেসা মাগডা টেরিবিলি-গঞ্জালেস চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[২][৩] ১৯৬৩ সালে তিনি জেমস বন্ড চলচ্চিত্র ধারাবাহিকের ফ্রম রাশিয়া উইথ লাভ (১৯৬৩) চলচ্চিত্রে শন কনারি ও রবার্ট শয়ের সাথে রোজা ক্লেব চরিত্রে অভিনয় করেন।[৪]