লতফি জাদেহ | |
---|---|
জন্ম | লতফি আলিয়েস্কার জাদেহ ৪ ফেব্রুয়ারি ১৯২১ |
মৃত্যু | ৬ সেপ্টেম্বর ২০১৭[১][২] | (বয়স ৯৬)
মাতৃশিক্ষায়তন | তেহরান বিশ্ববিদ্যালয় কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় এমআইটি |
পরিচিতির কারণ | Founder of fuzzy mathematics, fuzzy set theory, and fuzzy logic, Z numbers, Z-transform |
পুরস্কার | Eringen Medal (1976) আইইইই রিচার্ড ডব্লিউ হ্যামিং মেডেল (১৯৯২) Rufus Oldenburger Medal (1993) আইইইই মেডেল অব অনার (১৯৯৫) 2012 BBVA Foundation Frontiers of Knowledge Award ACM Fellow IEEE Fellow AAAS Fellow AAAI Fellow Member of the National Academy of Engineering Founding Member of Eurasian Academy |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | গণিত, তড়িৎ প্রকৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা |
প্রতিষ্ঠানসমূহ | ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে |
অভিসন্দর্ভের শিরোনাম | Frequency analysis of variable networks (1949) |
ডক্টরাল উপদেষ্টা | John R. Ragazzini |
ডক্টরেট শিক্ষার্থী | Joseph Goguen |
লতফি আস্কার জাদেহ (আজারবাইজানি: Lütfəli Rəhim oğlu Ələsgərzadə; ৪ ফেব্রুয়ারি, ১৯২১ - ৬ সেপ্টেম্বর, ২০১৭) একজন ইরানী ও আজারবাইজানী বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী। তিনি ফাজি লজিক (যুক্তিবিদ্যা) এর ধারণার আদি প্রবক্তা, এবং তাকে কম্পিউটার বিজ্ঞানের এই শাখার জনক বলে গণ্য করা হয়।
জাদেহ'র জন্ম আজারবাইজানের বাকু শহরে। তার পিতা ইরানি সাংবাদিক ও মাতা ছিলেন রুশ ডাক্তার। ত্রিশের দশকে স্তালিনের নিপীড়ণ এড়াতে তার পরিবার ইরানে চলে আসে। তেহরানের স্কুল জীবন শেষ করে জাদেহ তেহরান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, এবং ১৯৪২ সালে সেখান থেকে তড়িৎ প্রকৌশলে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৪৪ খ্রীস্টাব্দে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার্থে আগমন করেন। তিনি এমআইটি হতে তড়িৎ প্রকৌশলে ১৯৪৬ সালে মাস্টার্স, এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় হতে তড়িৎ প্রকৌশলে ১৯৪৯ সালে পিএইচডি লাভ করেন। পরের বছর তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় এ সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং ১৯৫৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৫৯ সাল হতে তিনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া এট বার্কলের তড়িৎ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান বিভাগে অধ্যাপনা করে আসছেন।
১৯৬৫ সালে ফাজি যুক্তিবিদ্যার উপরে তার কালজয়ী গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়। পরবর্তীতে এই বিষয়ে ব্যাপক গবেষণা হয়, ও প্রকৌশলের বিভিন্ন এলাকায় এটি সাফল্যের সাথে প্রয়োগ করা হয়।