লয়েড রিচার্ডস

লয়েড রিচার্ড
জন্ম
লয়েড জর্জ রিচার্ডস

(১৯৯১-০৬-২৯)২৯ জুন ১৯৯১
মৃত্যু২৯ জুন ২০০৬(2006-06-29) (বয়স ৮৭)
নিউ ইয়র্ক শহর, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশাথিয়েটার নির্দেশক, অভিনেতা
কর্মজীবন১৯৪৭–১৯৯৯
দাম্পত্য সঙ্গীবারবারা ড্যাভেনপোর্ট (১৯৫৮–২০০৬)
সন্তান
পুরস্কারনাটকে শ্রেষ্ঠ নির্দেশনার জন্য টনি পুরস্কার
১৯৮৭ ফেন্সেস
আঞ্চলিক থিয়েটার টনি পুরস্কার
১৯৯১ ইয়েল রিপার্টরি থিয়েটার
অসাধারণ নতুন নাটকের জন্য ড্রামা ডেস্ক পুরস্কার
১৯৮৭ ফেন্সেস
১৯৯০ দ্য পিয়ানো লেসন
ন্যাশনাল মেডেল অব আর্টস
১৯৯৩ আজীবন সম্মাননা

লয়েড জর্জ রিচার্ডস (২৯ জুন ১৯১৯ – ২৯ জুন ২০০৬) ছিলেন একজন কানাডীয়-মার্কিন থিয়েটার নির্দেশকঅভিনেতা। তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ছিলেন এবং ১৯৭৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ইয়েল স্কুল অব ড্রামার ডিন ছিলেন।

জীবনী

[সম্পাদনা]

লয়েড রিচার্ডস অন্টারিওর টরন্টোতে জন্মগ্রহণ করেন। কিন্তু তার শৈশব কাটে মিশিগানের ডেট্রয়েটে। তার পিতা ছিলেন জ্যামাইকান কাঠমিস্ত্রী ও অটো-ইন্ডাস্ট্রির শ্রমিক। লয়েডের নয় বছর বয়সে তার মৃত্যু হয়। এর কিছুদিন পরেই লয়েডের মা দৃষ্টিশক্তি হারান। লয়েড ও তার ভাই অ্যালান এরপর পরিবারের হাল ধরেন। পরবর্তীতে লয়েড আইন শিক্ষার জন্য ওয়েইন স্টেট বিশ্ববিদ্যালয়ে যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন বিমানবাহিনীতে যোগ দিয়ে ফেরার পর তিনি বিশ্ববিদ্যালয়ে আইনের পরিবর্তে অভিনয় শিল্পে আগ্রহ খুঁজে পান।

লয়েড রিচার্ডের করা কাজের মধ্যে রয়েছে লরেইন হ্যান্সবেরির অ্যা রেইসিন ইন দ্য সান-এর মৌলিক উপস্থাপনা। এটি ১৯৫৯ সালের ১১ মার্চ ব্রডওয়েতে মুক্তি পায়। ১৯৮৪ সালে তিনি মা রেইনি’স ব্ল্যাক বটম-এর মাধ্যমে ব্রডওয়েতে অগাস্ট উইলসনকে পরিচিত করান।

ইউজিন ও’নাইল থিয়েটার সেন্টারে জাতীয় নাট্যকার সম্মেলনের প্রধান হিসেবে তিনি অগাস্ট উইলসন, ওয়েন্ডি ওয়াসার্স্টাইন, ক্রিস্টোফার ডুরাং, লি ব্লেসিংডেভিড হেনরি হোয়াং প্রমুখের ভাগ্য বদলে সাহায্য করেন।

লয়েড ১৯৭৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত কানেটিকাটের নিউ হ্যাভেনে অবস্থিত ইয়েল স্কুল অব ড্রামার ডিন এবং ইয়েল রিপার্টরি থিয়েটারের শিল্পনির্দেশক হিসেবে কাজ করেন। অবসরগ্রহণের পর তিনি ইয়েল স্কুল অব ড্রামার ইমেরিটাস অধ্যাপক হিসেবে যোগ দেন।[]

লয়েড নিউ ইয়র্ক শহরে তার সাতাশিতম জন্মবার্ষিকীর দিনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

লয়েড রিচার্ডস নিউ ইয়র্কের অ্যাক্টর্স ওয়ার্কশপে মরিস কার্নভস্কির পাশাপাশি পল ম্যানের অধীনে মস্কো আর্ট থিয়েটারে অভিনয়কলার কৌশল শেখাতেন।

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
পুরস্কার
মনোনয়ন
  • ১৯৬০: নাটকের শ্রেষ্ঠ নির্দেশনার জন্য টনি পুরস্কার - অ্যা রেইসিন ইন দ্য সান
  • ১৯৮১: শ্রেষ্ঠ নাটকের জন্য টনি পুরস্কার - অ্যা লেসন ফ্রম দ্য অ্যালোস
  • ১৯৮৭: শ্রেষ্ঠ নির্দেশকের জন্য ড্রামা ডেস্ক পুরস্কার - ফেন্সেস
  • ১৯৮৮: শ্রেষ্ঠ নির্দেশকের জন্য ড্রামা ডেস্ক পুরস্কার - জো টার্নার্স কাম অ্যান্ড গন
  • ১৯৮৮: অসাধারণ নতুন নাটকের জন্য ড্রামা ডেস্ক পুরস্কার - জো টার্নার্স কাম অ্যান্ড গন
  • ১৯৮৮: নাটকের শ্রেষ্ঠ নির্দেশনার জন্য টনি পুরস্কার - জো টার্নার্স কাম অ্যান্ড গন
  • ১৯৮৮: শ্রেষ্ঠ নাটকের জন্য টনি পুরস্কার - অ্যা ওয়াক ইন দ্য উডস
  • ১৯৮৮: শ্রেষ্ঠ নাটকের জন্য টনি পুরস্কার - জো টার্নার্স কাম অ্যান্ড গন
  • ১৯৮৯: শ্রেষ্ঠ পুনর্জাগরণের জন্য ড্রামা ডেস্ক পুরস্কার - লং ডে’স জার্নি ইন্টু নাইট
  • ১৯৮৯: শ্রেষ্ঠ পুনর্জাগরণের জন্য টনি পুরস্কার - আহ, ওয়াইল্ডারনেস!
  • ১৯৯০: নাটকের শ্রেষ্ঠ নির্দেশকের জন্য ড্রামা ডেস্ক পুরস্কার - দ্য পিয়ানো লেসন
  • ১৯৯০: নাটকের শ্রেষ্ঠ নির্দেশনার জন্য টনি পুরস্কার - দ্য পিয়ানো লেসন
  • ১৯৯০: শ্রেষ্ঠ নাটকের জন্য টনি পুরস্কার - দ্য পিয়ানো লেসন
  • ১৯৯৬: নাটকের শ্রেষ্ঠ নির্দেশকের জন্য ড্রামা ডেস্ক পুরস্কার - সেভেন গিটার্স
  • ১৯৯৬: নাটকের শ্রেষ্ঠ নির্দেশনার জন্য টনি পুরস্কার - সেভেন গিটার্স

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Lloyd Richards, Tony-Winning Director Who Helped Give August Wilson a Voice, Is Dead"প্লেবিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৮ 
  2. "Golden Plate Awardees of the American Academy of Achievement"অ্যাচিভমেন্ট.অর্গ (ইংরেজি ভাষায়)। আমেরিকান অ্যাকাডেমি অব অ্যাচিভমেন্ট 
  3. নভোতনি, জিয়ান (২৭ জুন ১৯৮৭)। "Top guns: Academy salutes world-changers" (পিডিএফ)দি অ্যারিজোনা রিপাবলিক (ইংরেজি ভাষায়)। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]