লরা হাডক | |
---|---|
জন্ম | লরা জেন হাডক ২১ আগস্ট ১৯৮৫ এনফিল্ড, লন্ডন, ইংল্যান্ড |
জাতীয়তা | ব্রিটিশ |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০০৭–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | স্যাম ক্ল্যাফলিন (বি. ২০১৩; বিচ্ছেদ. ২০১৯) |
সন্তান | ২ |
লরা জেন হাডক (জন্ম ২১ আগস্ট ১৯৮৫)[১] একজন ইংরেজ অভিনেত্রী। অনেস্ট ধারাবাহিকে কেসি কার্টার, দা ভিঞ্চি'স ডিমনস'-এ লুক্রেজিয়া, গার্ডিয়ানস অব দি গ্যালাক্সি এবং গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি ভলিউম ২-এ মেরেডিত কুইল, দ্য ইনবেটুইনার্স-এ এলিসন এবং ট্রান্সফরমার্স: দি লাস্ট নাইট চলচ্চিত্রে ভিভিয়ান উইম্বলি চরিত্রে অভিনয়ের জন্য তিনি পরিচিত।
হাডক লন্ডনের এনফিল্ডে জন্মগ্রহণ করেন।[২] তিনি হার্টফোর্টশায়ারের হার্পেনডেনে বড় হয়েছেন। সেখানে তিনি সেন্ট জর্জ'স স্কুলে পড়াশোনা করেছেন।[৩] ১৭ বছর বয়সে তিনি স্কুল ছেড়ে অভিনয় শেখার জন্য লন্ডন চলে যান। চিসউইকের আর্টস এডুকেশনাল স্কুলে তিনি অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন।[৪]
হাডক কমেডি শোকেসের টেলিভিশন পাইলট প্লাস ওয়ানে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে অভিষেক করেন।[তথ্যসূত্র প্রয়োজন] এছাড়াও তিনি দ্য প্যালেস, মাই ফ্যামেলি, দ্য কালার অব ম্যাজিক, আ পকেট ফুল অব রাই এবং অনেস্ট। তাকে ব্রিটিশ ধারাবাহিক ওয়াইল্ড অ্যাট হার্টের মার্কিন সংস্করণ লাইফ ইজ ওয়াইল্ডেও দেখা গেছে।[৫] হাডক আইটিভি১-এর কৌতুকধর্মী নাটক মানডে মানডেরর কেন্দ্রীয় চরিত্র নাতাশার ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়াও তাকে হাউ নট টু লিভ ইউর লাইফ ধারাবাহিকের দ্বিতীয় ও তৃতীয় সিরিজে সামান্তা চরিত্রে দেখা যায়। ধারাবাহিকটিতে পূর্ববর্তী কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করা সিনিয়েড মোইনিহানের স্থলাভিষিক্ত হয়েছিলেন।[৫]
২০১১ সালে তিনি সিনেম্যাক্স/স্কাইয়ের টিভি নাটক স্ট্রাইক ব্যাক: প্রজেক্ট ডন-এর দুই পর্বে অবৈধ অস্ত্র ব্যবসায়ীর অপহৃত কন্যা হিসেবে অভিনয় করেছেন। তিনি ২০১৩ সালের ধারাবাহিক দা ভিঞ্চি'স ডিমনস-এ লরেঞ্জো ডি মেদিচির উপপত্নী ও লিওনার্দো দা ভিঞ্চির প্রেমিকা লুক্রেজিয়া চরিত্রে অভিনয় করেন।[৬][৭] হাডক অভিনীত মঞ্চনাটকের মধ্যে রয়েছে ফেমাস লাস্ট[৮] এবং নর্দান স্টেজে মঞ্চায়িত রাদারফোর্ড অ্যান্ড সান।[৯] ২০১৪ সালে তিনি গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি চলচ্চিত্রে মেরেডিথ কুইল চরিত্রে অভিনয় করেছেন এবং ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটির সিক্যূয়াল গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম ২-এ তাকে একই চরিত্রে দেখা যায়। তিনি আটিভির ধারাবাহিক দ্য লেভেলে অভিনয় করেছেন। এছাড়াও মাইকেল বে পরিচালিত ২০১৭ সালের ২১ জুন মুক্তিপ্রাপ্ত ট্রান্সফরমার্স: দ্য লাস্ট নাইট চলচ্চিত্রে ভিভিয়ান ওয়েম্বলি চরিত্রে অভিনয় করেছেন।
হাডক ২০১৩ সালে অভিনেতা স্যাম ক্ল্যাফিনকে বিয়ে করেছিলেন।[১০] ২০১৫ সালে জন্ম নেওয়া তাদের পুত্র সন্তানের নাম পিপ[১১] এবং ২০১৮ সালে জন্ম নেওয়া কন্যা সন্তানের নাম মার্গট।[১২] ২০১৯ সালে ২০ আগস্ট হাডক এবং ক্ল্যাফিন তাদের আইনি প্রক্রিয়ায় আলাদা হয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন।[১৩]
বছর | শিরোনাম | চরিত্র | মন্তব্য |
---|---|---|---|
২০১১ | ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার | লরেইন কুইল | আটোগ্রাফ চাওয়া নারী। পরে পিটার কুইলের দাদী হওয়ার কথা বলা হয়েছিল।[১৪] |
দ্য ইনবিটুইনার্স মুভি | অ্যালিসন | মনোনিত – সেরা নারী নবাগতের জন্য এম্পায়ার অ্যাওয়ার্ড | |
২০১২ | স্টোরেজ ২৪ | নিকি | |
হাউজ ককটেইল | দ্য বিউটিফুল | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | |
২০১৪ | গার্ডিয়ানস অব দি গ্যালাক্সি | মেরিডিথ কুইল | |
আ ওয়ান্ডারফুল ক্রিস্টমাস টাইম | শেরি | ||
২০১৫ | সুপারবব | জুন | |
২০১৭ | গার্ডিয়ানস অব দি গ্যালাক্সি ভলিউম ২ | মেরিডিথ কুইল | |
ট্রান্সফরমার্স: দ্য লাস্ট নাইট | ভিভিয়ান উইম্বলি | ||
২০২১ | ডাউনটাউন অ্যাবি ২ | দৃশ্যায়ন চলছে |
বছর | শিরোনাম | চরিত্র | মন্তব্য |
---|---|---|---|
২০০৭ | মাই ফ্যামিলি | মেলেনি | পর্ব: "লাইফ বিগিনস অ্যাট ফিফটি" |
কমেডি শোকেস | নিকি | পর্ব: "প্লাস ওয়ান" | |
দ্য কালার অব ম্যাজিক | বেথান | টেলিভিশন চলচ্চিত্র | |
২০০৮ | মার্পল: আ পকেট ফুল অব রি | মিজ গ্রসভেনর | টেলিভিশন চলচ্চিত্র |
অনেস্ট | কেসি কার্টার | ||
দ্য প্যালেস | লেডি অ্যারাবেলা ওর্থেসলি ওলসি | ২ পর্ব | |
২০০৯ | মানডেই মানডেই | নাতাশা | |
২০০৯–২০১১ | হাউ নট টু লিভ ইউর লাইফ | সামান্তা | |
২০১১ | স্ট্রাইকব্যাক: প্রজেক্ট ডন | ড. ক্লেইর সমার্সবাই | ২ পর্ব |
রেইজ অব দি ইয়েতি | অ্যাশলি | টেলিভিশন চলচ্চিত্র | |
২০১২ | আপস্টেয়ার্স ডাউনস্টেয়ার্স | বার্লি বলার্ড | |
মিসিং | সুজান গ্রান্থাম | ২ পর্ব | |
২০১৩ | ডান্সিং অন দি এজ | জোসেপিন | পর্ব: "ইন্টারভিউইং লুই" |
২০১৩–২০১৫ | দা ভিঞ্চিস ডিমন | লুক্রেজিয়া দোনাতি | |
২০১৪ | রিপার স্ট্রিট | লেডি ভেরা | পর্ব ৬: "দ্য ইনকন্ট্রোভারটিবল ট্রুথ" |
২০১৫ | লুথার | মেগান ক্যান্টার | ২ পর্ব |
২০১৬ | দ্য মাসকিটার্স | পওলিন | [১৫] |
দ্য লেভেল | হেইলে ব্রেক | ||
২০১৯ | দ্য ক্যাপচার | হান্না রবার্টস | |
২০২০ | হোয়াইট লাইনস | জো ওয়াকার | মূখ্য চরিত্র |
বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য |
---|---|---|---|
২০০৯ | ফেমাস লাস্ট | ট্রিনা | অরেঞ্জ ট্রি থিয়েটার [৮] |
২০০৯ | রাদারফোর্ট অ্যান্ড সান | মেরি | নর্দান স্টেজ |
২০১০ | ওল্ড জিমি'জ ডটার | বিলি | দ্য গ্রেইট থিয়েটার অব হল্যান্ড |