লরেন্তিনো কর্তিজো | |
---|---|
পানামার ৩৮তম রাষ্ট্রপতি | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১ জুলাই ২০১৯ | |
উপরাষ্ট্রপতি | জোশ গ্যাব্রিয়েল কর্তিজো |
পূর্বসূরী | জোয়ান কারলোস ভ্যারেলা |
কৃষিমন্ত্রী | |
কাজের মেয়াদ ১ ডিসেম্বর ২০০৪ – ১০ জানুয়ারি ২০০৬ | |
রাষ্ট্রপতি | মার্টিন টরিজোস |
পূর্বসূরী | জোয়ান কারলোস ভ্যারেলা |
জাতীয় পরিষদের প্রেসিডেন্ট | |
কাজের মেয়াদ ১ জুলাই ২০০০ – ১ জুলাই ২০০১ | |
পূর্বসূরী | এনরিক গারিদো |
উত্তরসূরী | রোবেন এরোসমেনা |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | পানামা সিটি, পানামা | ৩০ জানুয়ারি ১৯৫৩
রাজনৈতিক দল | ডেমোক্রেটিক রেভ্যুলেশনারী পার্টি |
দাম্পত্য সঙ্গী | ইয়াজমিন কোলোন ডি কর্তিজো |
সন্তান | ২ |
প্রাক্তন শিক্ষার্থী | নরওয়িক ইউনিভার্সিটি (বি.বি.এ) ইউনিভার্সিটি অব টেক্সাস এট অর্টিন (এম.বি.এ) |
ওয়েবসাইট | www |
লরেন্তিনো "নিতো" কর্টিজো কোহেন (স্পেনীয় উচ্চারণ: [lauɾenˈtino koɾˈtiso ˈko.en];জন্ম ৩০ জানুয়ারি ১৯৫৩) হলো পানামার রাজনীতিবিদ ও বর্তমান রাষ্ট্রপতি। ২০১৯ সাল থেকে তিনি পানামার ৩৮তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কর্টিজো কোহেন পানামার জাতীয় পরিষদের সাবেক প্রেসিডেন্ট এবং কৃষি মন্ত্রণালয়েরও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১] তিনি ১৯৯৪ ও ২০০৪ সালে পানামা ন্যাশনাল অ্যাসেম্বলির চেম্বার প্রেসিডেন্ট হিসেবে দুই দফায় দায়িত্ব পালন করেন।[২] পানামার রাজনৈতিক দল "ডেমোক্রেটিক রেভ্যুলেশনারী পার্টি"র হয়ে তিনি ২০১৯ সালে সাধারণ নির্বাচনে মোট ভোটের ৩৩.২৭% পেয়ে ৫ মে ২০১৯ তারিখে রাষ্ট্রপতি নির্বাচিত হন।[৩] বর্তমানে তিনি পানামার ৩৮তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। লরেন্তিনো কোহেন, পানামা ও ইসরাইলের দ্বৈত নাগরিক হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনের সময় বিতর্কে পড়েন, পানামার সংখ্যালঘু ইহুদিরা তা জানার পর তিনি এটি তাদের থেকে লুকায়িত রাখার চেষ্টা করেন। এরপরেও তিনি নির্বাচনে জয়লাভ করে পানামার রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।
কোহেন ১৯৯৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত পানামার জাতীয় পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।[৪] তিনি ২০০০ সালে পানামার জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হন এবং ২০০১ সাল পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন।[৫]
এছাড়াও তিনি রাষ্ট্রপতি মার্টিন টরিজোস এর অধীনে সাবেক কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান।[৪] এবং পরবর্তীতে ২০১৯ সালে পানামার ৩৮তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
<ref>
ট্যাগ বৈধ নয়; :0
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নিজীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
এই নিবন্ধটির অতিরিক্ত অথবা আরো বৈশিষ্ট্যসূচক বিষয়শ্রেণী প্রয়োজন। (ডিসেম্বর ২০২৪) |