লেখক | উইলিয়াম গোল্ডিং |
---|---|
মূল শিরোনাম | Lord of the Flies |
প্রচ্ছদ শিল্পী | অ্যান্থনি গ্রস[১] |
দেশ | যুক্তরাজ্য |
ধরন | রূপককাহিনী |
প্রকাশক | ফেবার অ্যান্ড ফেবার |
প্রকাশনার তারিখ | ১৭ সেপ্টেম্বর ১৯৫৪ |
পৃষ্ঠাসংখ্যা | ২২৪[২] |
আইএসবিএন | ০-৫৭১-০৫৬৮৬-৫ (প্রথম সংস্করণ, পেপারব্যাক) |
ওসিএলসি | ৪৭৬৭৭৬২২ |
লর্ড অব দ্য ফ্লাইজ (ইংরেজি: Lord of the Flies) ব্রিটিশ লেখক উইলিয়াম গোল্ডিং রচিত ১৯৫৪ সালের উপন্যাস। গল্পটি একদল ব্রিটিশ বালকের একটি জনবসতিহীন দ্বীপে আটকা পড়া এবং নিজেদের শাসন করার জন্য তাদের বিপর্যয়কর প্রচেষ্টাকে কেন্দ্র করে গড়ে ওঠেছে। বিষয়বস্তুতে রয়েছে দলগত ও একক চিন্তাভাবনা, যুক্তিবাদী ও মানসিক প্রতিক্রিয়া এবং নৈতিকতা ও অনৈতিকতার মতপার্থক্য।
গোল্ডিংয়ের প্রথম উপন্যাসটি ইতিবাচক পর্যালোচনা লাভ করে। এটি মডার্ন লাইব্রেরির ১০০ সেরা উপন্যাস, সম্পাদকদের তালিকায় ৪১তম এবং পাঠকদের তালিকায় ২৫তম স্থান অধিকার করে। ২০০৩ সালে এটি বিবিসির দ্য বিগ রিড জরিপে ৭০তম স্থান, ও ২০০৫ সালে টাইম পত্রিকা বইটিকে ১৯২৩ থেকে ২০০৪ পর্যন্ত প্রকাশিত ১০০ সেরা ইংরেজি ভাষার উপন্যাসের একটি এবং সর্বকালের ১০০ সেরা প্রাপ্তবয়সীদের বইয়ের তালিকায় অন্তর্ভুক্ত হয়। ২০১৬ সালের ইউকে জরিপে লর্ড অব দ্য ফ্লাইজ দেশের বিদ্যালয়ের প্রিয় বইয়ের মধ্যে ৩য় স্থান অধিকার করে। এছাড়া এটি বিবিসি নিউজ-এর ২০০৯ সালে প্রকাশিত ১০০ "সবচেয়ে অনুপ্রেরণাদায়ী" উপন্যাসের তালিকায় অন্তর্ভুক্ত হয়।
বইটি ১৯৮৪ সালে ক্লিফটন কলেজ প্রিপারেটরি স্কুলে প্রথম মঞ্চায়ন হয়। এই বিদ্যালয়ের শিক্ষক ইলিয়ট ওয়াটকিন্স উইলিয়াম গোল্ডিংয়ের অনুমতি সাপেক্ষে এটি মঞ্চ উপযোগী করেন এবং গোল্ডিং প্রথম রাতের মঞ্চায়নে উপস্থিত ছিলেন।
নাইজেল উইলিয়ামস এই বইটি মঞ্চস্থ করার উপযোগী করেন। মঞ্চনাটকটি ১৯৯৫ সালের জুলাই মাসে রয়্যাল শেকসপিয়ার কোম্পানিতে প্রথম মঞ্চস্থ হয়।[৯]
২০১৩ সালের জুন মাসে বিবিসি বেতার ৪ এক্সট্রাতে সাশা ইয়েভতুশেঙ্কো পরিচালনায় জুডিথ অ্যাডামস কর্তৃক বেতারের জন্য উপযোগকৃত চারটি ৩০ মিনিটের পর্ব সম্প্রচারিত হয়।[১০] গল্প বর্ণনা করেন রুথ উইলসন, রালফ চরিত্রে ফিন বেনেট, জ্যাক চরিত্রে রিচার্ড লিনেল, পিগি চরিত্রে ক্যাসপার হিল্টন-হিলি ও সাইমন চরিত্রে জ্যাক কেইন কণ্ঠ দেন।
পর্বসমূহ হল:
The reveal kickstarts the BBC's year-long celebration of literature.