লস্করগাহ لشکرگاه | |
---|---|
জেলা | |
আফগানিস্তানে অবস্থান[১] | |
স্থানাঙ্ক: ৩১°২৮′ উত্তর ৬৪°৩২′ পূর্ব / ৩১.৪৬° উত্তর ৬৪.৫৪° পূর্ব | |
দেশ | আফগানিস্তান |
প্রদেশ | হেলমান্দ প্রদেশ |
জনসংখ্যা (২০১২)[২] | |
• মোট | ১,০০,২০০ |
লস্করগাহ আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের পূর্বে অবস্থিত একটি জেলা। এটি লস্ককরগাহ প্রাদেশিক রাজধানী পাশাপাশি অবস্থান করছে। ২০১২ সালের আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ১০০,২০০ জন, যার মধ্যে জনসংখ্যার প্রায় ৪৫% পশতু এবং ২০% বেলুচ সম্প্রদায়ের লোক বসবাস করে থাকে। এছাড়াও ৩০% তাজিক, ৫% হিন্দু এবং হাজারা সম্প্রদায়ের বসতি রয়েছে;[২][৩] জেলাটির হেলমান্দ মূলত একটি মরুভূমি এলাকা এবং একটি শুষ্ক প্রদেশ হিসেবেও বিবেচিত।
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশ এর অঞ্চলভিত্তিক বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |