লা ফাব্রিকা

লা ফাব্রিকা
বিকল্প নামদ্যা ফ্যাক্টরি
সাধারণ তথ্যাবলী
অবস্থানস্পেন
শহরমাদ্রিদ
বর্তমান দায়িত্বরিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ কাস্তিয়া
রিয়াল মাদ্রিদ যুবদল
নির্মাণকাজের উদ্বোধন১৯৪২
সংস্কার২০০৫
সংস্কার ব্যয়€১০০ মিলিয়ন
গ্রাহকরিয়াল মাদ্রিদ যুব একডেমী
স্বত্বাধিকারীরিয়াল মাদ্রিদ
Website
www.realmadrid.com/futbol/cantera

লা ফাব্রিকা হলো রিয়াল মাদ্রিদ যুব একাডেমী এবং খেলোয়াড় তৈরির স্থান যা কান্তেরা নামেও পরিচিত। এটি একটি বিশ্বমানের যুব একাডেমী যা তার ইতিহাস জুড়ে রিয়াল মাদ্রিদের ক্রীড়া সাফল্যতে অবদান রেখেছে।

১৯৫০-এর দশকে লা ফাব্রিকা গঠন করা হয়। তৎকালীন সভাপতি সান্তিয়াগো বার্নাব্যু ইয়েস্তেয়ের দিক-নির্দেশনায় মিগুয়েল মালবো এর প্রতিষ্ঠা ও উন্নতি করেন।[] ১৯৫০-এর দশকে শুরু হওয়ার পর থেকে, অগণিত খেলোয়াড় লা ফ্যাব্রিকার যুব একাডেমি থেকে বের হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ ঘরোয়া এবং আন্তর্জাতিকভাবে রিয়াল মাদ্রিদের দুর্দান্ত ক্রীড়া সাফল্যে অবদান রেখেছেন। উদাহরণস্বরূপ, ১৯৮০ এর দশকে, রিয়াল মাদ্রিদ ধারাবাহিকভাবে পাঁচটি লা লিগা শিরোপা জিতেছিল, দুটি ধারাবাহিক উয়েফা ইউরোপা লীগ জয় করে এবং তিনটি উয়েফা চ্যাম্পিয়নস লীগে সেমিফাইনালে উঠেছিলো, সেই দলের বেশিরভাগ খেলোয়াড় লা ফাব্রিকাতে তৈরি হয়েছিল।

দলসমূহ

[সম্পাদনা]

রিয়াল মাদ্রিদ কাস্তিয়া একটি সম্পূর্ণ পেশাদার দল; লা ফাব্রিকায় অন্যান্য সকল দল যুব দল,যাদের বয়সসীমা ৮ থেকে ১৯ বছরের মধ্যে। প্রতিটি যুব দল আলাদা আলাদা লীগে প্রতিদ্বন্দ্বিতা করে। যুব খেলোয়াড়রা যদি রিয়ালের প্রথম দল দলে খেলতে চায় তবে তাদের উন্নতি করতে হবে অগ্রগতি। ১২ টি যুবদল ২৭০ জনেরও বেশি খেলোয়াড় খেলে।

ইকার ক্যাসিয়াস, যাকে তার প্রজন্মের সেরা গোলকিপার মনে করা হয়,তিনিও একজন লা ফাব্রিকার খেলোয়াড়
দল বয়স ম্যানেজার কোচ লীগ
রিয়াল মাদ্রিদ কাস্তিয়া হোসে ম্যানুয়েল দিয়াজ সান্তিয়াগো সানচেজ সেগুন্দা ডিভিশন বি (গ্রুপ ১)
ইয়ুভেনিল এ ১৭–১৯ দানিয়েল পোয়াতোস আলগাবা দানিয়েল পোয়াতোস আলগাবা দিভিসিওন দে অনার (গ্রুপ ৫)
ইয়ুভেনিল বি ১৬–১৮ আলভারো বেনিতো আলভারো বেনিতো লিগা নাসিওনাল (গ্রুপ ১২)
ইয়ুভেনিল সি ১৫–১৭ মানুয়েল ফের্নান্দেজ মানুয়েল ফের্নান্দেজ প্রিমেরা দিভিসিওন আউতোনোমিকা (গ্রুপ ১)
ক্যাডেট এ ১৪–১৫ ট্রিস্টান সেলাদর সেবাস্তিন পারিয়া প্রিমেরা দিভিসিওন আউতোনোমিকা (গ্রুপ ১)
ক্যাডেট বি ১৪–১৫ রাউল[] আবিয়ান পারদোমো প্রিমেরা দিভিসিওন আউতোনোমিকা(গ্রুপ ২)
ইনফান্তিল এ ১২–১৩ জাবি আলোনসো[] হাভিয়ের মোরান

দিভিসিওন দে অনার (গ্রুপ ১)

ইনফান্তিল বি ১২–১৩ হুয়ানহো ক্রেস্পো এদুয়ার্দো দিয়াজ দিভিসিওন দে অনার (গ্রুপ ২)
আলেভিন এ ১০–১১ রবের্তো টমাস ডেভিড গঞ্জালেজ প্রিমেরা ডিভিসিওন আউতোনোমিকা (গ্রুপ ২)
আলেভিন বি ১০–১১ হোসে লুইস প্লেইয়েতে আলবের্তো দেল কাস্তিয়ো প্রিমেরা দিভিসিওন আউতোনোমিকা (গ্রুপ ১)
বেঞ্জামিন এ ৮–৯ রুবেন বারিওস ফার্নেন্দো জিমিনেজ প্রেফেরেন্তে (গ্রুপ ৭)
বেঞ্জামিন বি 8–9 ভিক্টর কার্ভাহাল এনরিক জিমিনেজ প্রেফেরেন্তে (গ্রুপ ৭)
প্রি বেঞ্জামিন ৬–৭ হুয়ান কার্লোস হুয়ারেজ আলবের্তো বোরেগুয়েরো ফুতবল ৭ (গ্রুপ ৩০)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. del Moral, Patricia (১১ জুন ২০০৯)। "El Padre de la cantera"Real Madrid (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৩ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৯ 
  3. http://www.marca.com/en/football/real-madrid/2018/08/28/5b846e87e2704ea72f8b45d2.html

বহিঃসংযোগ

[সম্পাদনা]