এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(ফেব্রুয়ারি ২০১৬) |
লাকী ডুবে | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্মনাম | লাকী ফিলিপ ডুবে |
জন্ম | Ermelo, Transvaal (now Mpumalanga), দক্ষিণ আফ্রিকা | ৩ আগস্ট ১৯৬৪
মৃত্যু | ১৮ অক্টোবর ২০০৭ রোসেটেনভিল, জোহানেসবার্গ গাউটেং, দক্ষিণ আফ্রিকা | (বয়স ৪৩)
ধরন | রেগে, mbaqanga |
পেশা | সঙ্গীত শিল্পী |
বাদ্যযন্ত্র | গিটার, ভোকাল ও কিবোর্ড |
কার্যকাল | ১৯৮১–২০০৭ |
লেবেল | Rykodisc, গালো রেকর্ড কোম্পানি |
লাকি ফিলিপ ডুবে (ইংরেজি: Lucky Dube উচ্চারণ doo-beh)[১] দক্ষিণ আফ্রিকার একজন রেগে শিল্পী। তিনি তার ২৫ বছরের কর্মজীবনে জুলু, ইংরেজি ও আফ্রিকান ভাষা ২২টি রেকর্ড করেন এবং তিনি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বেশি বিক্রিত রেগে শিল্পী ছিলেন।[২][৩] গানের মাধ্যমে তিনি দক্ষিণ আফ্রিকায় যুদ্ধ ও সহিংসতাবিরোধী আন্দোলনে অংশ নেন। শেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ যুদ্ধের অবসানের পর তাকে সেদেশের মন্ত্রী হওয়ার অনুরোধ করা হয়। কিন্তু গানের প্রতি ভালোবাসায়ই তিনি সে আহ্বানে সারা দেননি। ডুবে ২০০৭ সালের ১৮ অক্টোবর জোহানেসবার্গে রসেনটেভিল শহরের উপকন্ঠে খুন হন।[৩][৪][৫]