সঙ্গীতের তালে তালে নাচ পরিবেশন করছেন দুজন লাতিন আমেরিকান
লাতিন আমেরিকার সঙ্গীত বলতে লাতিন আমেরিকা, অর্থাৎ আমেরিকার রোমান্স-ভাষাভাষী দেশ ও অঞ্চলসমূহ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যারিবিয় দক্ষিণ অঞ্চল থেকে উদ্ভূত সঙ্গীতকে বোঝায়।[১] লাতিন আমেরিকান সঙ্গীত এছাড়াও ক্রীতদাসদের থেকে আগত আফ্রিকান সঙ্গীতের অন্তর্ভুক্ত, যারা ইউরোপের ঔপনিবেশিকদের কাছ থেকে আমেরিকায় স্থানান্তরিত হয়েছিল সেইসাথে আমেরিকার আদিবাসীদের থেকে প্রাপ্ত সঙ্গীত।[২]
Sévigny, Jean-Pierre. Sierra Norteña: the Influence of Latin Music on the French-Canadian Popular Song and Dance Scene, Especially as Reflected in the Career of Alys Robi and the Pedagogy of Maurice Lacasse-Morenoff. Montréal: Productions Juke-Box, 1994. 13 p. N.B. Published text of a paper prepared for, and presented on, on 12 March 1994, the conference, Popular Music Music & Identity (Montréal, Qué., 12–13 March 1994), under the auspices of the Canadian Branch of the International Association for the Study of Popular Music.