এই নিবন্ধে একাধিক সমস্যা রয়েছে। অনুগ্রহ করে নিবন্ধটির মান উন্নয়ন করুন অথবা আলাপ পাতায় বিষয়গুলো নিয়ে আলোচনা করুন।
|
গ্রিক পুরাণে, লাদন (প্রাচীন গ্রিক ভাষায়: Λάδων লাদন্) ছিল শত-মস্তকবিশিষ্ট এক ড্রাগন। লাদন ছিল ফোর্কিস ও কেতোর সন্তান। একে দ্রাকো হেস্পেরিদুম অর্থাৎ হেস্পেরীয় ড্রাগনও বলা হত। এই লাদন হেস্পেরিদেসের সোনার আপেলগুলোর প্রহরী ছিল। তাছাড়া সে তিতান আতলাসকে দংশন করে যন্ত্রণা দিত।
পুরাণ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |