প্রস্তুতকারক | চীনের মহাকাশ প্রযুক্তি পরিষদ |
---|---|
উৎস দেশ | গণচীন |
চালনাকারী | চীনের মানববাহী মহাকাশ অভিযান সংস্থা |
প্রয়োগ | চীনের চন্দ্রানুস্নধান কর্মসূচির অংশ হিসেবে মানববাহী চন্দ্রাবতরণ |
সবিস্তার বিবরণী | |
মহাকাশযানের ধরন | মানববাহী |
উৎক্ষেপণ ভর | প্রায় ২৬,০০০ কেজি (৫৭,০০০ পা) (প্রচালন উপাংশসহ)[১] |
মনুষ্য ধারণ ক্ষমতা | ২[১] |
বিদ্যুৎ | সৌর |
উপকরণ | মানববাহী চন্দ্র বিচরণ যান[২] |
অবস্থান | নিম্ন ভূ-কক্ষপথ, চান্দ্র হস্তান্তর কক্ষপথ, চান্দ্র কক্ষপথ, চন্দ্রপৃষ্ঠ |
উৎপাদন | |
অবস্থা | নির্মাণাধীন |
লান-ইউয়ে (চীনা: 揽月; ফিনিন: lǎn yuè; আক্ষরিক: "চন্দ্রকে আলিঙ্গন") চীনের মহাকাশ প্রযুক্তি পরিষদ কর্তৃক নির্মীয়মান একটি চন্দ্র অবতরণ যান। এটি আদিতে চীনের মানববাহী চন্দ্রপৃষ্ঠ অবতরণ যান (中国载人月面着陆器) বা সরলভাবে চন্দ্রপৃষ্ঠ অবতরণ যান (月面着陆器) হিসেবে পরিচিত ছিল। এই অবতরণ যানটির লক্ষ্য হল দুইজন মহাকাশচারীকে চন্দ্রপৃষ্ঠে বহন করে নিয়ে যাওয়া এবং কিছু নির্দিষ্ট সময় পরে আবার তাদেরকে চান্দ্র কক্ষপথে ফিরিয়ে আনা।[২] ২০২৯ খ্রিস্টাব্দকে অবতরণ যানটির প্রাথমিক চন্দ্রপৃষ্ঠে অবতরণ প্রচেষ্টার তারিখ ধার্য করা হয়েছে।[১]
লান-ইউয়ে অবতরণ যানটিকে বহনকারী মহাকাশযানটির নাম হল মেংচৌ (梦舟)। ২০২৪ সালের ২৪শে ফেব্রুয়ারি তারিখে চীনের মানববাহী মহাকাশ অভিযান সংস্থা এই নামগুলি উন্মোচন করে।[৩][৪] লান-ইউয়ে কথাটির অর্থ "চাঁদকে আলিঙ্গন", আর মেংচৌ শব্দের অর্থ "স্বপ্নতরী"।[৪]