লানসি সুওমি ফিনল্যান্ডের রুমা ভিত্তিক একটি সকালবেলার ব্রডশিট সংবাদপত্র।
পত্রিকাটি ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। [১] এটি মারওয়া গ্রুপের অংশ। [১] [২] ১৯৯২ সাল পর্যন্ত কাগজটি রক্ষণশীল কনজারভেটিভ পার্টিকে সমর্থন করেছিল। [৩]
২০০৯ সালে পত্রিকাটির প্রচলন ছিল ১৬,৮৩৩। যা ২০১৩ সালে হয় ১৪,৩৯১ অনুলিপি। [৪]