![]() | |||||||||||||||||||||
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
জাতীয়তা | ভারতীয় | ||||||||||||||||||||
জন্ম | অমৃতসর, পাঞ্জাব, ভারত[১] | ৬ সেপ্টেম্বর ১৯৯৭||||||||||||||||||||
উচ্চতা | 182 cm[২] | ||||||||||||||||||||
ওজন | 109 kg | ||||||||||||||||||||
ক্রীড়া | |||||||||||||||||||||
ক্রীড়া | ভারোত্তোলন | ||||||||||||||||||||
বিভাগ | ১০৯ কেজি | ||||||||||||||||||||
পদকের তথ্য
| |||||||||||||||||||||
2 August 2022 তারিখে হালনাগাদকৃত |
লাভপ্রীত সিং (জন্ম ৬ই সেপ্টেম্বর ১৯৯৭) একজন ভারতীয় ভারোত্তোলক যিনি পুরুষদের ১০৯ কেজি ওজন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১০৯ কেজি বিভাগে ভারতের জাতীয় রেকর্ড তার দখলে।
[৩] ২০২১ কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক এবং ২০২২ কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন লাভপ্রীত। এর আগে ২০১৭ সালে, তিনি এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন [৪] এবং জুনিয়র কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে ১০৫ কেজি বিভাগে সোনা জিতেছিলেন। [৫] তিনি ভারতীয় নৌবাহিনীতে কাজ করেন। [৬]