Lava (#CF1020)
#CF1020
লাভা রঙটি লালের একটি শেড। আগ্নেয়গিরির লাভার নামানুসারে রঙটির নামকরণ করা হয়েছে।
এটি মূলত আগ্নেয়গিরি হতে নিঃসৃত টাটকা লাভার রঙ (রঙ #CF1020, ডানে প্রদর্শিত)।
ইংরেজি রঙনাম হিসেবে lava প্রথম ব্যবহৃত হয় ১৮৯১ সালে।[১]
Lava (ISCC-NBS) | |
---|---|
রঙের স্থানাঙ্ক | |
হেক্স ট্রিপলেট | #483C32 |
sRGBB (r, g, b) | (72, 60, 50) |
CMYKH (c, m, y, k) | (0, 17, 31, 72) |
HSV (h, s, v) | (27°, 31%, 28[২]%) |
উৎস | ISCC NBS (color sample #81) |
B: [০-২৫৫] (বাইট)-এ নিয়মমাফিক H: [০-১০০] (শত)-এ নিয়মমাফিক |
গাঢ় লাভা (Dark lava) রঙটি হলো গলিত লাভার শীতলীকরণের সময়কার রঙ, অর্থাৎ লাভা যখন জমে আগ্নেয় শিলায় পরিণত হতে শুরু করে এবং গাঢ় বর্ণ ধারণ করে।