লাম-রিম-য়ে-শেস-স্ন্যিং-পো (তিব্বতি: ལམ་རིམ་ཡེ་ཤེས་སྙིང་པོ་, ওয়াইলি: lam rim ye shes snying po) একটি প্রাচীন বৌদ্ধ পুঁথি।
লাম-রিম-য়ে-শেস-স্ন্যিং-পো তিব্বতী ভাষায় লিখিত একটি প্রাচীন বজ্রযান বৌদ্ধ পুঁথি। তিব্বত সম্রাট খ্রি-স্রোং-ল্দে-ব্ত্সানের স্ত্রী য়ে-শেস-ম্ত্শো-র্গ্যাল এই পুঁথিতে পদ্মসম্ভবের মুখনিঃসৃত বাণী লিখে রাখেন। পদ্মসম্ভব এই পুঁথিকে গ্তের-মার মর্যাদা দেন। ঊনবিংশ শতাব্দীতে গ্তের-স্তোন ম্ছোগ-গ্যুর-গ্লিং পা (ওয়াইলি: mchog gyur gling pa) এই পুঁথি আবিষ্কার করেন।