লারকানা لاڙڪاڻو لاڑکانہ | |
---|---|
শহর | |
স্থানাঙ্ক: ২৭°৩৩′৩০″ উত্তর ৬৮°১২′৪০″ পূর্ব / ২৭.৫৫৮৩৩° উত্তর ৬৮.২১১১১° পূর্ব | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | সিন্ধু |
জেলা | লারকানা জেলা |
তালুকা | লারকানা তালুকা |
সরকার | |
• ধরন | পৌরসভা |
• মেয়র | আসলাম শেখ |
• সহকারী মেয়র | আনোয়ার আলি লুহার |
আয়তন | |
• মোট | ৭,৪২৩ বর্গকিমি (২,৮৬৬ বর্গমাইল) |
উচ্চতা | ১৪৭ মিটার (৪৮২ ফুট) |
জনসংখ্যা (২০১৭) | |
• মোট | ৭,৩৮,৬৭২[১] |
সময় অঞ্চল | পিকেটি (ইউটিসি+৫) |
এলাকা কোড | ০৭৪ |
ওয়েবসাইট | Larkana.pk |
লারকানা (উর্দু: لاڑکانہ; সিন্ধি: لاڙڪاڻو) হলো পাকিস্তানের সিন্ধু প্রদেশের উত্তর-পশ্চিমে অবস্থিত একটি শহর। ঐতিহাসিক সিন্ধু নদ শহরটির দক্ষিণ পার্শ্ব দিয়ে প্রবাহিত হয়েছে।[২] একে পবিত্র আলেমদের শহর বলে অভিহিত করা হয়। প্রাচীনকালে এখানেই সিন্ধু সভ্যতার মহেঞ্জোদাড়ো শহর গড়ে উঠেছিল, যেটি ছিল ব্যাবিলনীয় এবং অ্যাসিরিয়ার তুলনায় আকারে বড়।[৩]
শহরটি লারকানা জেলায় অবস্থিত। অতীতে এই এলাকাটি 'চান্ডকা' নামে পরিচিত ছিল। লারকানা শহরটি ঘার খালের দক্ষিণ তীরে অবস্থিত। এই শহরটি শিখাপুর শহর হতে ৪০ মাইল (৬৪ কিমি) দক্ষিণে এবং মেহার হতে ৩৬ মাইল (৫৮ কিমি) উত্তর-পূর্বে অবস্থিত।[৪]
লারকানা শহরটি ২৪ ৫৬' ০০' ডিগ্রী অক্ষাংশ এবং ৬৭ ১১' ০০' ডিগ্রী দ্রাঘিমাংশে অবস্থিত।[৫] এটি সিন্ধু প্রদেশের উত্তর-পশ্চিমে অবস্থিত এবং এর একটি নিজস্ব বিভাগ রয়েছে। সিন্ধু প্রদেশের উপরিভাগ এর অন্তর্ভুক্ত।
লারকানা মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত। এই অঞ্চলে অত্যন্ত উষ্ণ গ্রীষ্মকাল পরিলক্ষিত হয়। গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা মাঝে মাঝে ৫৩ °সে পর্যন্ত উঠে যায়। অপরদিকে এখানে কিছুটা শীতল শীতকাল পরিলক্ষিত হয়, এসময়ে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় −২ ডিগ্রী সেলসিয়াসে নেমে যায়। ২০১০ সালের ২৬ মে তারিখে লারকানার তাপমাত্রা রেকর্ড ৫৩°সে ছাড়িয়ে যায়। ১৯৯৮ সালের ৩১ মে তাপমাত্রা ৫২.৭° সেলসিয়াসে ঊঠলে লারকানা পাকিস্তানের সবথেকে উষ্ণ শহর হিসেবে পরিচিতি পায়।
এই অতিরিক্ত উষ্ণ আবহাওয়ার কারণে প্রায়শই প্রাণহানির ঘটনা ঘটে থাকে। ২০০৭ সালের জুন মাসে প্রচণ্ড তাপদাহের ফলে বেশ কিছু মানুষ মৃত্যুবরণ করে।[৬] মে হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত এমন উষ্ণ আবহাওয়া বিরাজ করে। পরবর্তী মাসগুলোতে মৌসুমী বৃষ্টির প্রভাবে তাপমাত্রা হ্রাস পেলেও তা এই অঞ্চলের পার্শ্ববর্তী কিছু এলাকাকে বন্যায় প্লাবিত করে।[৭]
লারকানা-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
মাস | জানু | ফেব্রু | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টে | অক্টো | নভে | ডিসে | বছর |
সর্বোচ্চ রেকর্ড °সে (°ফা) | ২৯.২ (৮৪.৬) |
৩৬.০ (৯৬.৮) |
৪৪.৮ (১১২.৬) |
৫০.০ (১২২.০) |
৫৩.০ (১২৭.৪) |
৫১.০ (১২৩.৮) |
৪৭.০ (১১৬.৬) |
৪৪.০ (১১১.২) |
৪৩.০ (১০৯.৪) |
৪১.০ (১০৫.৮) |
৩৭.০ (৯৮.৬) |
৩২.২ (৯০.০) |
৫৩.০ (১২৭.৪) |
সর্বনিম্ন রেকর্ড °সে (°ফা) | −১.১ (৩০.০) |
০.০ (৩২.০) |
৪.৩ (৩৯.৭) |
১০.৮ (৫১.৪) |
১৪.৪ (৫৭.৯) |
১৮.৩ (৬৪.৯) |
২১.৫ (৭০.৭) |
১৯.২ (৬৬.৬) |
২০.৫ (৬৮.৯) |
১৩.০ (৫৫.৪) |
৬.১ (৪৩.০) |
০.০ (৩২.০) |
−১.১ (৩০.০) |
অধঃক্ষেপণের গড় মিমি (ইঞ্চি) | ৩.৩ (০.১৩) |
৫.১ (০.২০) |
৫.৬ (০.২২) |
৪.৫ (০.১৮) |
২.৫ (০.১০) |
৮.৫ (০.৩৩) |
৬৯.৪ (২.৭৩) |
৩১.১ (১.২২) |
৫.৫ (০.২২) |
১.৫ (০.০৬) |
০.৭ (০.০৩) |
৮.৯ (০.৩৫) |
১৪৬.৬ (৫.৭৭) |
অধঃক্ষেপণ দিনগুলির গড় | ০.৬ | ০.৫ | ১.০ | ০.৭ | ০.২ | ০.৭ | ১.৩ | ১.২ | ০.২ | ০.৩ | ০.১ | ০.৪ | ৭.২ |
উৎস: PMD (1988-2018) [৮] |
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য)
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য)
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য)
|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। সংগ্রহের তারিখ 15 March, 2018। এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ=
(সাহায্য); |শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য)
পাকিস্তান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |