লারা ক্রফ্ট | |
---|---|
ধারাবাহিক | টুম্ব রেইডার ধারাবাহিক |
১ম গেম | টুম্ব রেইডার (১৯৯৬) |
সৃষ্টি করেছেন | টবি গার্ড |
কণ্ঠদান | শেলি ব্লন্ড (১৯৯৬) জুডিথ গিবিন্স (১৯৯৭-১৯৯৮) জোনেল এলিয়ট (১৯৯৯-২০০৩) কিলে হয়েস (২০০৬-বর্তমান) মিনিয়ে ড্রাইভেন (অ্যানিমেটেড ধারাবাহিক) |
চলচ্চিত্র অভিনয় | হেইডি মানিমেকার (২০০৮) |
সরাসরি অভিনয় | অ্যাঞ্জেলিনা জোলি (চলচ্চিত্র) |
লারা ক্রফ্ট (ইংরেজি: Lara Croft) হচ্ছে একটি কাল্পনিক চরিত্র ও নায়িকা। ভিডিও গেম তৈরির প্রতিষ্ঠান ইডিওস ইন্টার্যাক্টিভ-এর তৈরিকৃত টুম্ব রেইডার-এর মূল নায়িকা হচ্ছে লারা ক্রফ্ট। এই জনপ্রিয় চরিত্রটির স্রষ্ঠা টবি গার্ড। লারা ক্রফ্টকে নিয়ে বিভিন্নরকম কমিক বই, উপন্যাস, এবং বেশকিছু অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি হয়েছে। এছাড়া অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত দুটো বিখ্যাত চলচ্চিত্রেও লারা ক্রফ্টকে দেখা যায়। ২০০৬-এ লারা ক্রফ্ট "সবচেয়ে সফল মানুষ ভিডিও গেম নায়িকা" ("most successful human video game heroine")[১] হিসেবে ওয়াক অফ গেম-এ স্থান পায়।[২] সেই সাথে গিনেস বিশ্ব রেকর্ডেও তাঁর নাম লিপিবদ্ধ হয়।[৩] ২০০৮-এর শেষদিকে এমএসএন[৪] লারা ক্রফ্টকে মারিও ও সনিক দ্য হেইজহগের পর তৃতীয় বিখ্যাত আইকনিক ভিডিও গেম চরিত্র হিসেবে আখ্যায়িত করে।[৫]
লারা সাধারণত উপস্থাপিত হয় একজন সুন্দর, বুদ্ধিমান, অ্যাথলেটিক, এবং ছন্নছাড়া জীবনযাপনকারী প্রত্নতত্ববিদ ও রোমাঞ্চপ্রিয় নারী হিসেবে, যে কিনা বিভিন্ন প্রাচীণ ও বিপজ্জনক মন্দিরে মন্দিরে অভিযান ও ধ্বংস করে বেড়ায়। সেই সাথে সে বিভিন্ন গোলকধাঁধার সমাধান ও বিভিন্ন দুস্কৃতিকারী, গ্যাংস্টার, বিপজ্জনক জীবজন্তু,[৬] কিংবদন্তি এবং অতিপ্রাকৃত সৃষ্টির মোকাবেলা করেl[৭]