লারা দত্ত | |
---|---|
জন্ম | লারা দত্ত ১৬ এপ্রিল ১৯৭৮ |
পেশা | অভিনেত্রী, মডেল |
কর্মজীবন | ১৯৯৫ - বর্তমান |
উচ্চতা | ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি) |
উপাধি | মিস ইউনিভার্স ২০০০ মিস ইন্টারকন্টিনেন্টাল ১৯৯৭ ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স ২০০০ মিস ইন্টারকন্টিনেন্টাল ইন্ডিয়া |
দাম্পত্য সঙ্গী | মহেশ ভূপতি (২০১১ - বর্তমান) |
সন্তান | সায়রা ভূপতি (২০১২) |
ওয়েবসাইট | লারা দত্ত |
লারা দত্ত (হিন্দি: लारा दत्ता, ইংরেজি: Lara Dutta; জন্ম এপ্রিল ১৬, ১৯৭৮, গাজিয়াবাদ, উত্তর প্রদেশ) একজন ভারতীয় মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ২০০০ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় জয় লাভ করেন।[১]
ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ এলাকায় ভারতীয় পিতা এবং ব্রিটিশ-ভারতীয় বংশোদ্ভূত মায়ের গর্ভে লারা'র জন্ম।[১] তার বাবা উইং কমান্ডার অবসরপ্রাপ্ত এল.কে. দত্ত এবং মা জেনিফার দত্ত। তার আরো দু'জন বড় বোন রয়েছে। একজন ভারতীয় বিমানবাহিনীতে কর্মরত। সুরকার এবং ডিস্কো জকি (ডিজে) নিতিন শাহানে তার রক্তসম্পর্কীয় বোন।[২] ১৯৮১ সালে তার পরিবার ব্যাঙ্গালোর থেকে স্থানান্তরিত হয়। সেখানে তিনি সেন্ট ফ্রান্সিস জেভিয়ার গার্লস হাই স্কুল এবং ফ্রাঙ্ক এন্থনী পাবলিক স্কুলে পড়াশোনা করেন। মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন।
লারা দত্ত ১৬ ফেব্রুয়ারি, ২০১১ সালে খ্রিস্টান পরিবারের সন্তান বিখ্যাত ভারতীয় টেনিস তারকা মহেশ ভূপতিকে মুম্বাইয়ের বান্দ্রায় বিয়ে করেন।[৩] এরপর খ্রিস্টীয় নিয়ম-নীতি অনুসারে ২০ ফেব্রুয়ারি, ২০১১ সালে গোয়ার সানসেট পয়েন্টে বিবাহ-পর্ব অনুষ্ঠিত হয়।[৪] ১ আগস্ট, ২০১১ সালে লারা দত্ত তার অন্তসত্ত্বার সংবাদ প্রকাশ করেন। ২০ জানুয়ারি, ২০১২ সালে সায়রা নাম্নী এক কন্যা সন্তান প্রসব করেন তিনি।[৫]
২০১০ সালে ভূপতি দম্পতি একটি চলচ্চিত্র নির্মাণকারী সংস্থা বিগ ডেডি প্রোডাকশন্স প্রতিষ্ঠা করেন।[৬]
পুরস্কার ও স্বীকৃতি | ||
---|---|---|
পূর্বসূরী Mpule Kwelagobe |
বিশ্ব সুন্দরী ২০০০ |
উত্তরসূরী Denise Quiñones |
পূর্বসূরী গুল পানাগ |
ফেমিনা মিস ইন্ডিয়া ২০০০ |
উত্তরসূরী সেলিনা জেটলি |