লারিনে পেরেরা | |
---|---|
পুত্তালাম জেলার সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২০০১ – ২০১০ | |
ব্যক্তিগত বিবরণ | |
জাতীয়তা | শ্রীলঙ্কান |
রাজনৈতিক দল | সংযুক্ত জাতীয় দল |
অন্যান্য রাজনৈতিক দল | সংযুক্ত জাতীয় মোর্চা |
মেরি লারিনে পেরেরা হলেন একজন শ্রীলঙ্কান রাজনীতিবিদ, যিনি ২০০১ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত শ্রীলঙ্কার আইনসভায় পুত্তালাম জেলার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দেশটির সংযুক্ত জাতীয় দলের রাজনীতির সাথে যুক্ত।[১][২][৩] তার ছেলে নিরোশান পেরেরা বর্তমানে শ্রীলঙ্কার আইনসভায় পুত্তালাম জেলার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।[৪]