এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। |
![]() | |
ধরন | ভারতে সার্বজনিক নীতি ও লোক প্রশাসনের প্রশিক্ষণ প্রতিষ্ঠান |
---|---|
স্থাপিত | ১৯৫৯ |
পরিচালক | শ্রীমতী উপমা চৌধুরী, IAS - ১৯৮৩ সাম |
অবস্থান | |
শিক্ষাঙ্গন | মুসৌরি |
অধিভুক্তি | ভারত সরকার |
ওয়েবসাইট | আনুষ্ঠানিক ওয়েবসাইট |
![]() | |
![]() |
লাল বাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয় প্রশাসন একাডেমী (Lal Bahadur Shastri National Academy of Administration, সংক্ষেপে LBSNAA) ভারতে সার্বজনিক নীতি ও লোক প্রশাসনের প্রশিক্ষণ প্রতিষ্ঠান। ভারত সরকার দ্বারা সঞ্চালিত এই একাডেমিটি উত্তরাখণ্ডের মুসৌরীতে অবস্থিত। ভারতীয় প্রশাসনিক সেবা, ভারতীয় পুলিশ সেবা, ভারতীয় বন সেবা ও অন্যান্য গ্রুপ-A কেন্দ্রীয় সেবাসমূহের অসামরিক সেবার প্রাধীকারীদেরকে প্রশিক্ষণ প্রদান করা একাডেমিটির মুখ্য উদ্দেশ্য। ভারতীয় প্রশাসনিক সেবার প্রশিক্ষিত প্রাধীকারীদেরকে দিল্লীতে অবস্থিত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে লোক ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী প্রদান করা হয়।[১]