লাল শিমুল cotton tree | |
---|---|
A Cotton Tree seen here at Hong Kong with flowers which bloom from February to April | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | উদ্ভিদ |
শ্রেণীবিহীন: | সপুষ্পক উদ্ভিদ |
শ্রেণীবিহীন: | Eudicots |
শ্রেণীবিহীন: | Rosids |
বর্গ: | Malvales |
পরিবার: | মালভেসি |
গণ: | Bombax |
প্রজাতি: | B. ceiba |
দ্বিপদী নাম | |
Bombax ceiba L. | |
প্রতিশব্দ[১] | |
লাল শিমুল বা শিমুল (দ্বিপদ নাম: Bombax ceiba), (ইংরেজি: Red Silk-Cotton; Red Cotton Tree; বা অস্পষ্টভাবে silk-cotton or kapok)[২] হচ্ছে Bombax গণের একটি প্রজাতি। এই প্রজাতির সাধারণ ইংরেজি নামগুলো দিয়ে Ceiba pentandra প্রজাতিটিকেও বোঝানো হয়।
এরা বৃক্ষ জাতীয় উদ্ভিদ এবং সেই গাছের ফুলের নাম। ফাল্গুন মাসে শিমুল এশিয়ার বিভিন্ন দেশে লাল শিমুল ফোটে আকাশে রক্তাভা ছড়িয়ে।
চৈত্র মাসে শিমুল ফুলের ভেতরে জন্মানো কলা বা মোচা ফেটে গিয়ে ছড়িয়ে পড়ে শিমুল তুলা। শিমুল তুলা ব্যবহৃত হয় বালিশ, তোষক ইত্যাদি বানাতে। মৌসুমে সাধারণ আকৃতির একটি শিমুল গাছ থেকে ১০ থেকে ১৫ কেজি তুলা পাওয়া যায়। তবে বৃহদাকার গাছ থেকে সঠিক পদ্ধতি অনুসরণ করে ৩৫-৪০ কেজি তুলা সংগ্রহ করাও সম্ভব।