লালবুক রাজহাঁস Branta ruficollis | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Chordata |
উপপর্ব: | Vertebrata |
শ্রেণী: | Aves |
বর্গ: | Anseriformes |
পরিবার: | Anatidae |
গণ: | Branta |
প্রজাতি: | Branta ruficollis |
দ্বিপদী নাম | |
Branta ruficollis (Pallas, 1769) | |
প্রতিশব্দ | |
Rufibrenta ruficollis |
লালবুক রাজহাঁস (বৈজ্ঞানিক নাম: Branta ruficollis)[২][৩][৪][৫] (ইংরেজি Red-breasted goose) Anatidae পরিবারের Branta গণের একটি পাখি।
লালবুক রাজহাঁস পাখি কৃষ্ণ সাগর, বুলগেরিয়া, ইউক্রেন, রোমানিয়া অঞ্চল পর্যন্ত বিস্তৃত।[৬] [৭]
বৈশ্বিক অবস্থা বিপন্ন এবং বাংলাদেশের অবস্থায় অনিশ্চিত ও অনুমান নির্ভর। কেবলমাত্র দুইটি তালিকায় বাংলাদেশের পাখি বলে উল্লিখিত, দক্ষিণ এশিয়ায় পাখিটির উপস্থিতি অনুমান নির্ভর।