লালা হংসরাজ গুপ্ত ছিলেন একজন ভারতীয় শিক্ষাবিদ, সমাজসেবক এবং জনহিতৈষী। সমাজে তার সেবার জন্য ভারত সরকার তাকে পদ্মবিভূষণে ভূষিত করেছিল।
তিনি দিল্লির সপ্তম মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। [১] গুপ্ত ১৯৪৪ সালে চাইল্ড এডুকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। বাল ভারতী পাবলিক স্কুল হল চাইল্ড এডুকেশন সোসাইটির মালিকানাধীন একটি বেসরকারি প্রতিষ্ঠান।
তিনি ১৯৮৫ সালের ৩ জুলাই মারা যান।