লাস্ট স্টোরিজ ২ | |
---|---|
পরিচালক | |
প্রযোজক | রনি স্ক্রুওয়ালা অসি দুয়া |
শ্রেষ্ঠাংশে | |
প্রযোজনা কোম্পানি | আরএসভিপি মুভিজ ফ্লাইং ইউনিকর্ন এন্টারটেইনমেন্ট |
পরিবেশক | নেটফ্লিক্স |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
লাস্ট স্টোরিজ ২ হলো ২০২৩ সালের একটি হিন্দি ভাষার সংকলন চলচ্চিত্র, এটি ২০১৮ সালের চলচ্চিত্র লাস্ট স্টোরিজ-এর দ্বিতীয় কিস্তি। মোট চারটি আলাদা আলাদা কাহিনী নিয়ে নির্মিত এই সংকলন চলচ্চিত্রের পরিচালকও চারজন, তারা হলেন আর. বাল্কি, কঙ্কনা সেন শর্মা, অমিত রবীন্দ্রনাথ শর্মা এবং সুজয় ঘোষ। চলচ্চিত্রটির প্রযোজক দুইজন, একজন হলেন আরএসভিপি মুভিজের রনি স্ক্রুওয়ালা এবং আরেকজন হলেন ফ্লাইং ইউনিকর্ন এন্টারটেইনমেন্টের অসি দুয়া। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন অমৃতা সুভাষ, অঙ্গদ বেদী, কাজল, তামান্না ভাটিয়া,[১][২] কুমুদ মিশ্র, মৃণাল ঠাকুর, নীনা গুপ্তা, তিলোত্তমা সোম, বিজয় বর্মা এবং অন্যান্যরা।[৩][৪]
মেইড ফর ইচ আদার - আর. বাল্কি
দ্য মিরর - কঙ্কনা সেন শর্মা