لاہور قلندرز | |||
ডাকনাম | দামা দম মাস্ত | ||
---|---|---|---|
লিগ | পাকিস্তান সুপার লিগ | ||
কর্মীবৃন্দ | |||
অধিনায়ক | শাহীন আফ্রিদি | ||
কোচ | আকিব জাভেদ | ||
মালিক | ফাওয়াদ রানা (কাতার লুব্রিকেন্ট কোম্পানি লিমিটেড) | ||
দলের তথ্য | |||
শহর | লাহোর, পাঞ্জাব, পাকিস্তান | ||
রং | এবং | ||
প্রতিষ্ঠা | ২০১৫ | ||
স্বাগতিক মাঠ | গাদ্দাফি স্টেডিয়াম | ||
ধারণক্ষমতা | ২৭,০০০ | ||
ইতিহাস | |||
পাকিস্তান সুপার লিগ জয় | ২ (২০২২ ও ২০২৩) | ||
দাপ্তরিক ওয়েবসাইট | lahoreqalandars.com | ||
|
লাহোর কালান্দার্স (উর্দু: لاہور قلندرز; গুরুমুখী: لہور قلندرز) হল লাহোরের প্রতিনিধিত্বমূলক পাকিস্তান সুপার লিগের পেশাদারী একটি ফ্রাঞ্চাইজ ক্রিকেট দল।[১][২] দলটি কাতার লুব্রিকেন্ট কোম্পানি লিমিটেড এর মালিকানাধীন এবং গাদ্দাফি স্টেডিয়াম তাদের ঘরোয়া মাঠ। ২০১৫ সালে ফ্রাঞ্চাইজটি প্রতিষ্ঠিত করা হয় এবং হায়ার টি২০ কাপে লাহোর লায়ন্স দলের উত্তরাধিকারী দল হিসেবে ২০১৪-১৫ সাল থেকে পরিচালিত হয়ে আসছে। ২০১৫ সালের নভেম্বরে, পাকিস্তান ক্রিকেট বোর্ড লাহোর কালান্দার্স নামে নতুনভাবে মালিক এবং ফ্রাঞ্চাইজদের কাছে স্থানান্তর করে।[৩]
২০১৫ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তৃক পাকিস্তান সুপার লীগের প্রথম উদ্বোধনী মৌসুমে ২০১৬ সালের ফেব্রুয়ারীত প্রতিনিধিত্ব করবে বলে ঘোষণা দেয়। যার ফলে ২০১৫ সালের ৩ ডিসেম্বরে পিসিবি পাঁচটি সিটি-ভিত্তিক এবং ফ্র্যান্চাইজিং মালিকদের সমন্বয়ে পাকিস্তান সুপার লীগের প্রথম মৌসুম উন্মোচন করেন। লাহোর কালান্দার্সকে দশ বছরের জন্য মার্কিন ডলার $২৪ মিলিয়ন এর বিনিয়ময়ে কাতার লুব্রিকেন্ট কোম্পানি কোম্পানী কিনে নেয়। যার ফলে এটি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বাধিক ব্যয়বহুল দল হিসেবে আত্মপ্রকাশ করে।[৪]
১২ ডিসেম্বর ২০১৫ তারিখে দলটির স্বত্তাধিকারী ফাওয়াদ রানা লাহোর কালান্দার্স নামে দলীয় নাম উন্মোচন করেন। পুরাতন লোগো সিংহ ভেড়া এবং বাঘ অনুসারে এবং বহুল প্রচলিত নাম কিউ এর কালান্দারের কাতার ও কালকো উভয় নামেই বর্ণনা করে।[১]
পোশাকের রঙ কালো এবং লাল রংয়ের সমন্বয়ে তেরী করা হয়েছে।
No. | Name | Nationality | Birth date | Category | Batting style | Bowling style | Year signed | Notes |
---|---|---|---|---|---|---|---|---|
Batsmen | ||||||||
15 | Mirza Tahir Baig | পাকিস্তান | ১১ মার্চ ১৯৯৯ | Silver | Right-handed | — | 2023 | |
28 | Dan Lawrence | ইংল্যান্ড | ১২ জুলাই ১৯৯৭ | Silver | Right-handed | Right-arm off-break | 2024 | |
39 | Fakhar Zaman | পাকিস্তান | ১০ এপ্রিল ১৯৯০ | Platinum | Left-handed | Left-arm orthodox | 2017 | |
51 | Sahibzada Farhan | পাকিস্তান | ৬ মার্চ ১৯৯৬ | Diamond | Right-handed | – | 2024 | |
57 | Abdullah Shafique | পাকিস্তান | ২০ নভেম্বর ১৯৯৯ | Gold | Right-handed | Right-arm off-break | 2022 | |
72 | Rassie van der Dussen | দক্ষিণ আফ্রিকা | ৭ ফেব্রুয়ারি ১৯৮৯ | Platinum | Right-handed | Right-arm leg break | 2024 | |
All-rounders | ||||||||
24 | Sikandar Raza | জিম্বাবুয়ে | ২৪ এপ্রিল ১৯৮৬ | Gold | Right-handed | Right-arm off break | 2023 | |
27 | David Wiese | নামিবিয়া | ১৮ মে ১৯৮৫ | Diamond | Right-handed | Right-arm fast-medium | 2019 | Vice-captain |
33 | Ahsan Hafeez | পাকিস্তান | ৩০ মার্চ ১৯৯৮ | Silver | Left-handed | Left-arm orthodox | 2023 | |
82 | Kamran Ghulam | পাকিস্তান | ১০ অক্টোবর ১৯৯৫ | Supplementary | Right-handed | Left-arm orthodox | 2024 | |
Wicket-keepers | ||||||||
13 | Shai Hope | ওয়েস্ট ইন্ডিজ | ১০ নভেম্বর ১৯৯৩ | Supplementary | Right-handed | Left-arm medium | 2023 | |
Bowlers | ||||||||
10 | Shaheen Afridi | পাকিস্তান | ৬ এপ্রিল ২০০০ | Platinum | Left-handed | Left-arm fast | 2018 | Captain |
12 | Zaman Khan | পাকিস্তান | ১০ সেপ্টেম্বর ২০০১ | Gold | Right-handed | Right-arm medium-fast | 2022 | |
14 | Mohammad Imran | পাকিস্তান | ২০ জানুয়ারি ২০০১ | Silver | Right-handed | Left-arm medium-fast | 2024 | |
17 | Syed Faridoun | পাকিস্তান | ১৫ মে ২০০১ | Emerging | Right-handed | Left-arm unorthodox | 2024 | |
19 | Rashid Khan | আফগানিস্তান | ২০ সেপ্টেম্বর ১৯৯৮ | Silver | Right-handed | Right-arm leg break | 2021 | |
34 | Jahandad Khan | পাকিস্তান | ১৬ জুন ২০০৩ | Emerging | Right-handed | Left-arm medium-fast | 2024 | |
150 | Haris Rauf | পাকিস্তান | ৭ নভেম্বর ১৯৯৩ | Gold | Right-handed | Right-arm fast | 2019 |
নাম | অবস্থান |
---|---|
ফাওয়াদ রানা (কাতার লুব্রিকেন্ট কোম্পানি লিমিটেড) | স্বত্বাধিকারী |
আকিব জাভেদ | পরিচালক ক্রিকেট অপারেশনস এবং প্রধান কোচ |
ফাওয়াদ নাইম রানা | মালিক |
সামীন রানা | সিওও এবং ব্যবস্থাপক |
আতিফ রানা | সিওও |
মনসুর রানা | ব্যাটিং কোচ |
বেন ডাঙ্ক | পাওয়ার-হিটিং কোচ |
ওয়াকাস আহমেদ | বোলিং কোচ |
শেহজাদ বাট | ফিল্ডিং কোচ |