লাহোর জেলা ضلع لاہور | |
---|---|
জেলা | |
পাকিস্তানের পাঞ্জাবে লাহোর জেলার অবস্থান | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | পাঞ্জাব |
প্রতিষ্ঠাতা | লব[১][২][৩] |
নামকরণের কারণ | লব[১][২][৪] |
জেলা সদর | লাহোর |
আয়তন | |
• মোট | ১,৭৭২ বর্গকিমি (৬৮৪ বর্গমাইল) |
উচ্চতা | ২১৬ মিটার (৭০৯ ফুট) |
জনসংখ্যা (২০১৭)[৫] | |
• মোট | ১,১১,২৬,২৮৫ |
• জনঘনত্ব | ৬,৩০০/বর্গকিমি (১৬,০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+০৫:০০) |
জাতীয় পরিষদে আসন সংখ্যা (২০১৮) | মোট (১৪)
|
পাঞ্জাব প্রাদেশিক পরিষদে আসন সংখ্যা (২০১৮) | মোট (৩০)
|
লাহোর জেলা (পাঞ্জাবি, উর্দু: ضلع لاہور) পকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি জেলা। মূলত লাহোর নগরীকে ঘিরে এটি গঠিত হয়েছে। লাহোর জেলার আয়তন ১,৭৭২ বর্গকিলোমিটার (৬৮৪ মা২)।
স্থানীয় সরকার আইন, ২০১৩ অনুসারে লাহোর জেলাকে মহানগর এলাকা হিসেবে ঘোষণা করা হয় এবং নয়টি প্রশাসনিক অঞ্চল বা জোনে ভাগ করা হয়েছে।[৬]
১৯৯৮ সালের আদমশুমারী অনুসারে লাহোর জেলার জনসংখ্যা ৬৩,২০,০০০। এর মধ্যে ৮২% জনগোষ্ঠী শহুরে বাসিন্দা।[৭]:৪৫ লাহোর জেলার অধিকাংশ মানুষের মাতৃভাষা পাঞ্জাবি (প্রায় ৮৬%), যেখানে উর্দু ও পশতু যথাক্রমে ১০% ও ২% লোকের মাতৃভাষা।[৭]:৫০[৮]