লিওন জুহাক্স

লিওন জুহাক্স
জন্ম(১৮৭৯-০৭-০১)১ জুলাই ১৮৭৯
পান্টিন, ফ্রান্স
মৃত্যু২৮ এপ্রিল ১৯৫৪(1954-04-28) (বয়স ৭৪)
প্যারিস, ফ্রান্স
সমাধিপেরে লাচাইজ সেমেট্রি
পেশাশ্রমিক নেতা
দাম্পত্য সঙ্গী
  • ক্যাথেরিন ম্যাট্টের্নিচ (দাম্পত্য ১৯০৪-১৯৪৬)
  • অগাস্টিন ব্রুচলেন (দাম্পত্য ১৯৪৬-)
পিতা-মাতা
  • এডোলফ জুহাক্স (পিতা)
পুরস্কার

লিওন জুহাক্স (১ জুলাই ১৮৭৯ - ২৮ এপ্রিল ১৯৫৪) হলেন একজন ফরাসি ট্রেড ইউনিয়ন নেতা যিনি ১৯৫১ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। আন্তর্জাতিক প্রেক্ষাপটে তিনি তার কাজের মাধ্যমে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন সংস্থাগুলোর বিভিন্ন উচ্চ পদে নির্বাচিত হয়েছিলেন।

জন্ম ও প্রাথমিক জীবন

[সম্পাদনা]

জুহাক্স ১৮৭৯ সালের ১ জুলাই ফ্রান্সের সেইন-সেন্ট-ডেনিসের প্যান্টিনে জন্মগ্রহণ করেন। তার বাবা অবারভিলিয়ার্সে অবস্থিত একটি ম্যাচ ফ্যাক্টরিতে কাজ করতেন। শ্রমিক ধর্মঘটের কারণে তার বাবার উপার্জন বন্ধ হয়ে গেলে তার মাধ্যমিক শিক্ষা শেষ হয়। তিনি ষোল বছর বয়সে কারখানায় চাকরি পান এবং অবিলম্বে ইউনিয়নের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। ১৯০০ সালে ফরাসি আলজেরিয়ায় একটি সংক্ষিপ্ত বাধ্যতামূলক সামরিক কার্যক্রমে অংশ নেয়ার পর জুহাক্স সাদা ফসফরাস ব্যবহারের বিরুদ্ধে একটি ধর্মঘটে যোগ দেন যা তার পিতাকে অন্ধ করে দিয়েছিলো; তাকে বরখাস্ত করা হয় এবং ইউনিয়নের প্রভাবে তাকে পুনর্বহাল না-করা পর্যন্ত চাকরির ধারাবাহিকতায় তাতে কাজ করেন।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  • Nobelprize.org-এ লিওন জুহাক্স উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন (ইংরেজি) including the Nobel Lecture, December 11, 1951 Fifty Years of Trade-Union Activity in Behalf of Peace