লিওনার্দো ডিক্যাপ্রিও চিরুণীপায়া মাকড়সা | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস ![]() | |
অপরিচিত শ্রেণী (ঠিক করুন): | Spintharus |
প্রজাতি: | S. leonardodicaprioi |
দ্বিপদী নাম | |
Spintharus leonardodicaprioi Agnarsson & Sargeant, 2018[১][২] |
লিওনার্দো ডিক্যাপ্রিও চিরুণীপায়া মাকড়সা (বৈজ্ঞানিক নাম: Spintharus leonardodicaprioi) হল এক প্রজাতির চিরুণীপায়া মাকড়সা।[১] ডোমিনিকান প্রজাতন্ত্রে পাওয়া এই প্রজাতির মাকড়সাটি লিওনার্দো ডিক্যাপ্রিওর পরিবেশবাদী কর্মকাণ্ডের দরুন তার নামে নামকরণ করা হয়েছে।[২] এটি Spintharus গণের অন্তর্ভুক্ত সেই সব প্রজাতিগুলোর মাঝে অন্যতম, যাদের নামকরণ করা হয়েছে বিখ্যাত ব্যক্তিদের নামে।[৩] বিখ্যাত ব্যক্তিদের নামে এই গণের নামকরণ করার ঘটনাটি গণমাধ্যমে শিরোনাম হয়েছিল।[৪][৫][৬]