পূর্ণ নাম | লিঙ্কন রেড ইম্পস ফুটবল ক্লাব | ||
---|---|---|---|
সংক্ষিপ্ত নাম | লিঙ্কন | ||
প্রতিষ্ঠিত | ১৯৭৬ | ||
মাঠ | ভিক্টোরিয়া স্টেডিয়াম, উইন্সটন চার্চিল এভিনিউ, জিব্রাল্টার | ||
ধারণক্ষমতা | ২,০০০ | ||
সভাপতি | ডাইলান ভায়াগাস | ||
ম্যানেজার | ম্যালকম মার্টিন (অন্তর্বর্তীকালীন)[১] | ||
লিগ | জিব্রাল্টার জাতীয় লীগ | ||
২০১৮–১৯ | জিব্রালটার প্রিমিয়ার বিভাগ, ১ম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
লিঙ্কন রেড ইম্পস ফুটবল ক্লাব হচ্ছে জিব্রাল্টারের একটি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি জিব্রাল্টার জাতীয় লীগে খেলে। জিব্রাল্টার অঞ্চলের অন্যান্য সকল ক্লাবের মতো লিঙ্কন রেড ইম্পসও ভিক্টোরিয়া স্টেডিয়ামটি তাদের নিজস্ব স্টেডিয়াম হিসেবে ব্যবহার করে থাকে।[২] তারা ২০০৩ থেকে ২০১৬ সালের মধ্যে টানা চৌদ্দটি শিরোপাসহ ২৩টি লীগ শিরোপা জয়লাভ করে। ২০১৪ সালে উয়েফা চ্যাম্পিয়নস লীগে জিব্রাল্টারের প্রতিনিধিত্বকারী প্রথম দল ছিল।
লিঙ্কন রেড ইম্পস ২০১৪–১৫ উয়েফা চ্যাম্পিয়নস লীগের সালের প্রথম বাছাইপর্বের ম্যাচটি উয়েফার প্রতিযোগিতায় জিব্রাল্টারীয় ক্লাবের হয়ে খেলা প্রথম ম্যাচ খেলেছে। পেনাল্টি হতে গোল করার মাধ্যমে ম্যাচে এগিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধের একটি গোল হজম করে লিঙ্কন, যার ফলে খেলাটি ড্র-এর মাধ্যমে শেষ হয়েছিল।[৭]
অবস্থান | নাম |
---|---|
ক্লাব পরিচালনা | |
ম্যানেজার | ভিক্তর আফনসো |
সহকারী ম্যানেজার | দানিয়েল সেগোবিয়া |
গোলরক্ষক কোচ | মিগেল আনজেল বাজান |
ফিটনেস কোচ | দানিয়েল ফের্নান্দেজ |
শক্তি এবং কন্ডিশনার কোচ | লিয়াম মেসিলিও |
প্রধান ফিজিও | কিথ রামিরেজ |
ফিজিও | আদাম অরিয়া |
কিট ম্যান | হোসে মানুয়েল লোপেজ |
দল প্রতিনিধি | ক্রিস্টিয়ান ফর্চুনা |
বোর্ড | |
সভাপতি | ডাইলান ভায়াগাস |
সম্পাদক | এন্ড্রু হর্সি |