লিটল উইমেন | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
Little Women | |
পরিচালক | জর্জ কিউকার |
প্রযোজক | মেরিয়ান সি. কুপার |
চিত্রনাট্যকার | |
উৎস | লুইসা মে অ্যালকট কর্তৃক লিটল ওমেন |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | মাক্স স্টাইনার |
চিত্রগ্রাহক | হেনরি ডব্লিউ. জেরার্ড |
সম্পাদক | জ্যাক কিচিন |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | আরকেও রেডিও পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১১৭ মিনিট |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $৪২৪,০০০[১] |
আয় | $২,০০০,০০০[১] |
লিটল উইমেন (ইংরেজি: Little Women) হল জর্জ কিউকার পরিচালিত ১৯৩৩ সালের মার্কিন প্রাক-কোড নাট্য চলচ্চিত্র। লুইসা মে অ্যালকট রচিত ১৮৬৮ সালের একই নামের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেন চিত্রনাট্যকার দম্পতি সারাহ ওয়াই. ম্যাসন ও ভিক্টর হিরম্যান। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন ক্যাথরিন হেপবার্ন, জোয়ান বেনেট, ফ্রান্সেস ডি ও জিন পার্কার।
চলচ্চিত্রটি এই উপন্যাসের তৃতীয় চলচ্চিত্রায়ন। এর পূর্বে দুটি নির্বাক সংস্করণ নির্মিত হয়। মিনা গ্রে অভিনীত প্রথম সংস্করণটি ১৯১৭ সালে এবং ডরোথি বেরনার্ড অভিনীত দ্বিতীয় সংস্করণটি ১৯১৮ সালে মুক্তি পায়। এই সবাক সংস্করণটি মুক্তির পরও ১৯৪৯ সালে জুন অ্যালিসন, এলিজাবেথ টেলর ও পিটার লফোর্ড অভিনীত একটি সংস্করণ, এবং ১৯৯৪ সালে উইনোনা রাইডার অভিনীত অপর একটি সংস্করণ মুক্তি পায়।
লিটল উইমেন চলচ্চিত্রটি ৬ষ্ঠ একাডেমি পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র, পরিচালনা ও লেখনী (চিত্রনাট্য) বিভাগে তিনটি মনোনয়ন লাভ করে এবং ম্যাসন-হিরম্যান দম্পতি শ্রেষ্ঠ লেখনী বিভাগে পুরস্কার লাভ করে। হেপবার্ন ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ভল্পি কাপ লাভ করেন।
পুরস্কার | পুরস্কারের বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
একাডেমি পুরস্কার | শ্রেষ্ঠ লেখনী (চিত্রনাট্য) | সারাহ ওয়াই. ম্যাসন ও ভিক্টর হিরম্যান | বিজয়ী | [২] |
শ্রেষ্ঠ চলচ্চিত্র | মেরিয়ান সি. কুপার | মনোনীত | ||
শ্রেষ্ঠ পরিচালনা | জর্জ কিউকার | মনোনীত | ||
ভেনিস চলচ্চিত্র উৎসব | শ্রেষ্ঠ অভিনেত্রী | ক্যাথরিন হেপবার্ন | বিজয়ী |