![]() | |
![]() | |
রোগশয্যাসম্বন্ধীয় তথ্য | |
---|---|
উচ্চারণ | লিডোকেইন /ˈlaɪdəˌkeɪn/[১][২] Lignocaine /ˈlɪɡnəˌkeɪn/ |
বাণিজ্যিক নাম | জাইলোকেইন, জেসোকেইন (বাংলাদেশে) |
অন্যান্য নাম | lignocaine |
এএইচএফএস/ ড্রাগস.কম | স্থানীয় মনোগ্রাফ সারা শরীরে মনোগ্রাফ চোখে |
মেডলাইনপ্লাস | a682701 |
লাইসেন্স উপাত্ত | |
গর্ভাবস্থার শ্রেণি |
|
প্রয়োগের স্থান | শিরা, চামড়ার নিচে, মুখ |
এটিসি কোড | |
আইনি অবস্থা | |
আইনি অবস্থা | |
ফার্মাকোকাইনেটিক উপাত্ত | |
জৈবপ্রাপ্যতা | ৩৫% (মুখে) ৩% (স্থানীয়) |
বিপাক | যকৃত,[৭] ৯০%, CYP3A4 দিয়ে |
কর্মের সূত্রপাত | ১.৫ মিনিটের মধ্যে (শিরা)[৭] |
বর্জন অর্ধ-জীবন | ১.৫ থেকে ২ ঘন্টা |
কর্ম স্থিতিকাল | ১০ মিনিট থেকে ২০ মিনিট(শিরা),[৭] ০.৫ ঘন্টা থেকে ৩ ঘন্টা (স্থানীয়)[৮][৯] |
রেচন | বৃক্ক[৭] |
শনাক্তকারী | |
| |
সিএএস নম্বর | |
পাবকেম সিআইডি | |
আইইউপিএইচএআর/ বিপিএস | |
ড্রাগব্যাংক | |
কেমস্পাইডার | |
ইউএনআইআই | |
কেইজিজি | |
সিএইচইবিআই | |
সিএইচইএমবিএল | |
পিডিবি লিগ্যান্ড | |
কমপটক্স ড্যাশবোর্ড (আইপিএ) | |
ইসিএইচএ ইনফোকার্ড | 100.004.821 |
রাসায়নিক ও ভৌত তথ্য | |
সংকেত | C14H22N2O |
মোলার ভর | ২৩৪.৩৪ g·mol−১ |
থ্রিডি মডেল (জেএসমোল) | |
গলনাঙ্ক | ৬৮ ডিগ্রি সেলসিয়াস (১৫৪ ডিগ্রি ফারেনহাইট) |
| |
|
লিডোকেইন, লিগনোকেইন হলো অ্যামাইনো অ্যামাইড শ্রেণির স্থানীয় অবেদন । এটি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার চিকিৎসায়ও ব্যবহৃত হয়।[৭][৮] এনেস্থেশিয়া বা নার্ভ ব্লকে ব্যবহার করা হলে, লিডোকেইন সাধারণত কয়েক মিনিটের মধ্যে কাজ করা শুরু করে এবং আধা পর্যন্ত ঘণ্টা থেকে তিন ঘণ্টা স্থায়ী হয়।[৮][৯] লিডোকেনের মিশ্রণ সরাসরি ত্বকে বা শ্লেষ্মা ঝিল্লিতে প্রয়োগ করা যেতে পারে যাতে এলাকাটি অসাড় হয়।[৮] এটির স্থানীয় প্রভাব দীর্ঘায়িত করতে এবং রক্ততেপাত কমাতে এটি প্রায়শই অল্প পরিমাণে অ্যাড্রেনালিন (এপিনেফ্রিন) মিশ্রিত করে ব্যবহার করা হয়।
শিরায় প্রয়োগ করা হলে এটি মস্তিষ্কে বিরুপ প্রভাব ফেলতে পারে। ফলে বিভ্রান্তি, দৃষ্টি পরিবর্তন, অসাড়তা, কানে ঝনঝন শব্দ এবং বমি হতে পারে।[৭] এটি নিম্ন রক্তচাপ এবং অনিয়মিত হৃদস্পন্দনের কারণ হতে পারে।[৭] আছে যে ইনজেকশনের ফলে তরুণাস্থিতে সমস্যা হতে পারে।[৮] এটি গর্ভাবস্থায় ব্যবহারের জন্য সাধারণত নিরাপদ বলে মনে হয়।[৭] যাদের যকৃতের সমস্যা আছে তাদের জন্য কম ডোজ প্রয়োজন হতে পারে।[৭] টেট্রাকেইন বা বেনজোকেনের প্রতি অ্যালার্জিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে এটি ব্যবহার করা সাধারণত নিরাপদ।[৮] লিডোকেইন হল আইবি শ্রেণীর একটি অ্যান্টিঅ্যারিথমিক ওষুধ ।[৭] এর মানে এটি সোডিয়াম চ্যানেলগুলিকে ব্লক করে কাজ করে এবং এইভাবে হৃৎপিণ্ডের সংকোচনের হার হ্রাস করে।[৭] যখন স্নায়ুর কাছে ইনজেকশন দেওয়া হয়, তখন স্নায়ু মস্তিষ্ক থেকে প্রাপ্ত সংকেত পরিচালনা করতে পারে না।[৮]
লিডোকেইন ১৯৪৬ সালে আবিষ্কৃত হয় এবং ১৯৪৮ সাল থেকে বিক্রি শুরু হয়[১০] এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় ওষুধের তালিকায় রয়েছে।[১১] এটি জেনেরিক ওষুধ হিসেবে পাওয়া যায়।[৮][১২] ২০২০ সালে, এটি মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৩৭ তম সর্বাধিক নির্ধারিত ওষুধ ছিল হাজার প্রেসক্রিপশন।[১৩][১৪]
|hdl-সংগ্রহ=
এর |hdl=
প্রয়োজন (সাহায্য)