লিনা ডানাম | |
---|---|
Lena Dunham | |
জন্ম | |
জাতীয়তা | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | ওবারলিন কলেজ |
পেশা | অভিনেত্রী, লেখিকা, প্রযোজক, পরিচালক |
কর্মজীবন | ২০০৬-বর্তমান |
পিতা-মাতা | ক্যারল ডানাম (পিতা) লরি সিমন্স (মাতা) |
আত্মীয় | গ্রেস ডানাম (বোন) |
লিনা ডানাম (ইংরেজি: Lena Dunham, /ˈdʌnəm/; ১৩ই মে ১৯৮৬)[১] হলেন একজন মার্কিন অভিনেত্রী, লেখিকা, প্রযোজক ও পরিচালক।[২] তিনি এইচবিওর ধারাবাহিক গার্লস (২০১২-২০১৭)-এর রচয়িতা ও অভিনেত্রী হিসেবে প্রসিদ্ধ। এই ধারাবাহিকের জন্য তিনি একাধিক এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন[৩] এবং দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।[৪] এছাড়া তিনি গার্লস ধারাবাহিকের কয়েকটি পর্ব পরিচালনা করেন এবং প্রথম নারী হিসেবে হাস্যরসাত্মক ধারাবাহিক পরিচালনা বিভাগে ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা পুরস্কার লাভ করেন।[৫] গার্লস ধারাবাহিকের পূর্বে ডানাম অর্ধ-জীবনীমূলক স্বাধীন চলচ্চিত্র টাইনি ফার্নিচার (২০১০) রচনা, পরিচালনা ও এতে অভিনয় করেন। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ মূল চিত্রনাট্য বিভাগে ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট পুরস্কার অর্জন করেন।
ডানাম ১৯৮৬ সালের ১৩ই মে নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন।[৬][৭] তার পিতা ক্যারল ডানাম একজন চিত্রকর এবং তার মাতা লরি সিমন্স একজন চিত্রশিল্পী ও চিত্রগ্রাহক এবং পিকচার জেনারেশনের সদস্য।[৮][৯] তার পিতা একজন প্রটেস্ট্যান্ট ও ইংরেজ বংশোদ্ভূত এবং তার মাতা ইহুদি।[১০][১১] তার ছোট বোন গ্রেস ডানাম একজন লেখিকা ও অভিনেত্রী। তিনি লিনার প্রথম চলচ্চিত্র ক্রিয়েটিভ ননফিকশন-এ ছোট ভূমিকায় ও দ্বিতীয় চলচ্চিত্র টাইনি ফার্নিচার-এ শ্রেষ্ঠাংশে অভিনয় করেন।[৯][১২]