![]() | |
![]() | |
রোগশয্যাসম্বন্ধীয় তথ্য | |
---|---|
বাণিজ্যিক নাম | Alcet, Seasonix, Levomin ইত্যাদি |
অন্যান্য নাম | Levocetirizine dihydrochloride |
এএইচএফএস/ ড্রাগস.কম | মনোগ্রাফ |
মেডলাইনপ্লাস | a607056 |
লাইসেন্স উপাত্ত | |
গর্ভাবস্থার শ্রেণি |
|
প্রয়োগের স্থান | মুখ |
এটিসি কোড | |
আইনি অবস্থা | |
আইনি অবস্থা | |
ফার্মাকোকাইনেটিক উপাত্ত | |
জৈবপ্রাপ্যতা | উচ্চ |
প্রোটিন বন্ধন | ৯০% |
বিপাক | যকৃৎ ১৪% CYP3A4 |
বর্জন অর্ধ-জীবন | ৬ থেকে ১০ ঘণ্টা |
রেচন | বৃক্ক, মল |
শনাক্তকারী | |
| |
সিএএস নম্বর | |
পাবকেম সিআইডি | |
আইইউপিএইচএআর/ বিপিএস | |
ড্রাগব্যাংক | |
কেমস্পাইডার | |
ইউএনআইআই | |
কেইজিজি | |
সিএইচইবিআই | |
সিএইচইএমবিএল | |
পিডিবি লিগ্যান্ড | |
কমপটক্স ড্যাশবোর্ড (আইপিএ) | |
রাসায়নিক ও ভৌত তথ্য | |
সংকেত | C21H25ClN2O3 |
মোলার ভর | ৩৮৮.৮৯ g·mol−১ |
থ্রিডি মডেল (জেএসমোল) | |
| |
|
লিভোসেটিরিজিন (ইংরেজি: Levocetirizine) হলো তৃতীয় প্রজন্মের অ্যান্টিহিস্টামিন যা অ্যালার্জিজনিত নাসাপ্রদাহ ও ছুলি বা আমবাতের চিকিৎসায় ব্যবহৃত হয়।[১] এটি পুরাতন অ্যান্টিহিস্টামিনগুলোর তুলনায় অপেক্ষাকৃত কম শমক।[২] এটি মুখে সেবন করতে হয়।[১]
সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে নিদ্রালুতা, মুখ শুষ্ক হয়ে যাওয়া, কাশি, বমন ও উদরাময়।[১] গর্ভাবস্থায় ব্যবহার নিরাপদ বলে মনে করা হয় তবে পর্যাপ্ত গবেষণা এখনও হয়নি। দুগ্ধদানকালীন নিরাপদ কি না তা এখনও স্পষ্ট নয়।[৩] এটি দ্বিতীয় প্রজন্মের হিস্টামিন নিরোধক হিসেবে শ্রেণিভুক্ত এবং হিস্টামিন H1-রিসেপ্টারের সাথে যুক্ত হয়ে কাজ করে।[১][৪]
যুক্তরাষ্ট্রে ২০০৭ সালে লিভোসেটিরিজিন চিকিৎসায় ব্যবহারের অনুমোদন পায়।[১] এটি জেনেরিক ওষুধ হিসেবে বর্তমানে পাওয়া যায়।[২] ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে ২০ লাখেরও বেশি ব্যবস্থাপত্রে এটি লেখা হয় এবং বিক্রয়ের দিক থেকে ১৯৩ তম অবস্থানে ছিল।[৫][৬]
লিভোসেটিরিজিন অ্যালার্জিজনিত নাসাপ্রদাহে ব্যবহৃত হয়।[৭] এর উপসর্গগুলো হলো চোখ ও নাক দিয়ে পানি পড়া, হাঁচি, ছুলি বা আমবাত ও চুলকানি।[৮]
লিভোসেটিরিজিনকে অশমক হিস্টামিন নিরোধক হিসেবে উল্লেখ করা হয় কারণ এটি মস্তিষ্কে যথেষ্ট পরিমাণে প্রবেশ করে না ফলে তন্দ্রাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা কম। অন্যান্য হিস্টামিন নিরোধকের তুলনায় এটি হৃদ্যন্ত্রের ক্রিয়ার জন্যও নিরাপদ, কারণ লিভোসেটিরিজিন সুস্থ ব্যক্তিদের QT বিরতি প্রলম্বিত করে না।[৯][১০][১১] তবে, কিছু ব্যক্তির ক্ষেত্রে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় যেমন, সামান্য তন্দ্রাচ্ছন্নতা, মাথাব্যথা, মুখ শুকিয়ে যাওয়া, মাথা ঝিমঝিম করা, ঝাপসা দেখা, বুক ধড়ফড়ানি ও ক্লান্তি।[১২]
লিভোসেটিরিজিন একটি হিস্টামিন নিরোধক। এটি একটি ব্যস্ত অ্যাগনিস্ট হিসেবে কাজ করে যা হিস্টামিন H1-রিসেপ্টারের ক্রিয়া কমিয়ে দেয়। ফলস্বরূপ এটি অন্যান্য অ্যালার্জিকারক রাসয়নিকের অবমুক্তি প্রতিহত করে এবং উক্ত অঞ্চলে রক্ত সরবরাহ বাড়িয়ে দেয় ফলে অ্যালার্জির উপসর্গগুলো প্রশমিত হয়। লিভোসেটিরিজিন, (R)-(-)-সেটিরিজিন, হলো অপরিহার্যভাবে (±)-সেটিরিজিনের একটি কাইরাল সুইচ। এই ইনানটিয়োমার বা দর্পণ প্রতিবিম্ব সমাণু বেশি নৈর্বাচনিক ও কম শমক এবং (S)-প্রতিরূপটি নিষ্ক্রিয়।[১৩][১৪]
বেলজিয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানি UCB (Union Chimique Belge) ২০০১ সালে প্রথমবারের মতো লিভোসেটিরিজিন চালু করে।
২০১৭ সালের ৩১ জানুয়ারি, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এটিকে ওভার-দা-কাউন্টার (OTC) ওষুধ হিসেবে অনুমোদন দেয়।[১৫] পূর্বে ২০০৭ সালে লিভোসেটিরিজিন ব্যবস্থাপত্র ওষুধ হিসেবে খাদ্য ও ওষুধ প্রশাসন থেকে অনুমোদন পেয়েছিল।
The variable efficacy and durability of response of different antihistamines arise from differing modulatory effects on the H(1)-receptor. Conclusion: These findings support both the short-term and long-term use of levocetirizine in the clinical management of allergic rhinitis. The World Health Organization (WHO) ARIA Guidelines (Allergic Rhinitis and its Impact on Asthma), recommend using a combination of a non-sedating antihistamine with a decongestant, or glucocorticosteroids for treating allergic rhinitis - with the order and combination of treatment depending on severity and duration of symptoms.