লিয়েভ শ্রাইবার | |
---|---|
জন্ম | আইজাক লিয়েভ শ্রাইবার অক্টোবর ৪, ১৯৬৭ |
পেশা | অভিনেতা, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যলেখক |
কর্মজীবন | ১৯৯১–বর্তমান |
সঙ্গী | নেওমি ওয়াটস (২০০৫–বর্তমান; ২ সন্তান) |
আইজাক লিয়েভ শ্রাইবার (ইংরেজি: Liev Schreiber জন্মঃ ৪ অক্টোবর, ১৯৬৭), লিয়েভ শ্রাইবার হিসেবেই পরিচিত, একজন আমেরিকান অভিনেতা, প্রযোজক, পরিচালক এবং চিত্রনাট্যকার। তিনি নব্বই দশকের শেষে এবং প্রারম্ভিক ২০০০-এর সময় পরিচিত হয়ে উঠেন, প্রথমে কয়েকটি স্বাধীন চলচ্চিত্রে কাজ করেন এবং পরে মূলধারার হলিউড চলচ্চিত্রে, এরমধ্যে; ভৌতিক চলচ্চিত্র স্ক্রীম-এর তিনটি পর্বে ও দ্যা সাম অফ অল ফেয়ার্স, এক্স-মেন অরিজিনস: ওল্ভেরাইন, সল্ট এবং গুন। এছাড়াও শ্রাইবার একজন সম্মানিত মঞ্চঅভিনেতা, বিভিন্ন ব্রডওয়ে প্রোডাকসন্স মধ্যে কর্ম সম্পাদন করে থাকেন। ২০০৫ সালে শ্রাইবার শ্রেষ্ঠ আলোচিত অভিনেতা হিসেবে গ্লেনগারি গ্লেন রোস-এ তার অভিনয়ের জন্য টনি অ্যাওয়ার্ড জিতে নেন।
শ্রাইবার জন্মগ্রহণ করেন আইজাক লিয়েভ শ্রাইবার নামে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিস্কো শহরে।
বছর | চলচ্চিত্র | ভূমিকা | নোট |
---|---|---|---|
১৯৯৪ | মিক্সড নাটস | ক্রিস | |
১৯৯৫ | ডিনাইস কলস আপ | জেরি হেকারম্যান | |
ম্যাড লাভ | সেলসম্যান | ||
পার্টি গার্ল | নিগেল | ||
বাফেলো গার্লস | ওডেন | (টেলিভিশন ধারাবাহিক) | |
১৯৯৬ | দ্যা ডেট্রিপারস | কার্ল পার্টভিক | মনোনয়ন — শ্রেষ্ঠ সহভিনেতার জন্য ক্লোট্রুডিস পুরস্কার |
ওয়াকিং অ্যান্ড টকিং | অ্যান্ড্রু | ||
বিগ নাইট | লিও | ||
স্ক্রীম | কটন ওয়ারী | ক্যামিও | |
র্যানসম | ক্লার্ক বার্নস | ||
১৯৯৭ | হিজ অ্যান্ড হারস | গ্লেন | |
স্ক্রীম ২ | কটন ওয়ারী | ||
১৯৯৮ | ফ্যানটমস | ডেপুটি স্টুয়ার্ট 'স্টু' ওয়ার্গল | |
স্ফেয়ার | টেড ফিল্ডিং | ||
টুইলাইট | জেফ উইলস | ||
ডিজার্ট ব্লু | মিকি মুন্ডে | কণ্ঠ | |
সিন্স ইউ হ্যাভ বীন গন | ফ্রেড লিন্ডারহপ | ||
১৯৯৯ | এ ওয়াক অন দ্যা মুন | মার্টি কনট্রোইটজ | মনোনয়ন — শ্রেষ্ঠ সহভিনেতার জন্য ক্লোট্রুডিস পুরস্কার |
জ্যাকব দ্যা লায়ার | মিসা | ||
দ্যা হারিক্যান | স্যাম চাইটন | ||
স্প্রিং ফরওয়ার্ড | পল | ||
আরকেও ২৮১ | অর্সন অয়েলস | (মিনি-টিভি সিরিজ) মনোনয়ন — শ্রেষ্ঠ অভিনেত্রীর গোল্ডেন গ্লোব পুরস্কার - মিনিসিরিজ বা টেলিভিসন ছায়াছবির মনোনয়ন — প্রাইমটাইম বিশিষ্ট লিড অভিনেতার জন্য এমি আওয়ার্ড - মিনিসিরিজ অথবা একটি মুভি | |
হ্যামলেট | লেরটেস | ||
স্ক্রীম ৩ | কটন ওয়ারী | ||
2001 | কেইট অ্যান্ড লীয়পল্ড | স্টুয়ার্ট বাসার | |
ডু ইউ বিলিভ ইন মিরাকলস? | ন্যারাটর | (টিভি প্রামান্যচিত্র) | |
২০০২ | দ্যা সাম অফ অল ফেয়ার্স | জন ক্লার্ক | |
২০০৩ | হিটলার: দ্যা রাইজ অফ ইভিল | এর্নস্ট হাফস্টায়েংল | (মিনি-টিভি সিরিজ) |
স্পিনিং বোরিস | জো সুমাইট | ||
২০০৪ | দ্যা ম্যানচারিয়ান ক্যান্ডিডেট | কংগ্রেসম্যান র্য়ামন্ড প্রেন্টিস শ | মনোনয়ন — শ্রেষ্ঠ সহভিনেতার জন্য স্যাটার্ন পুরস্কার |
২০০৬ | লাকওয়ানা ব্লুস | ইউলিসেস ফর্ড | টিভি চলচ্চিত্র |
দ্যা ওমেন | রবার্ট থর্ন | ||
লিভিং উইথ ওলভেস | ন্যারাটর | ||
দ্যা পেইন্টেড ভেইল | চার্লেস টোনসেন্ড | ||
২০০৭ | সিএসআই : ক্রাইম সিন ইনভেস্টিগেসন | মাইকেল কেপলার | (টিভি সিরিজ) |
দ্যা টেন | র্য়া জনসন | ||
লাভ ইন দ্যা টাইম অফ কলেরা | লোটারিও থার্গট | ||
২০০৮ | ইন্ডিপেনডেন্ট লেনস | উইলিয়াম কান্স্টলার | (টিভি সিরিজ) |
ডেফিয়ানস | জুজ বিলস্কি | ||
২০০৯ | এক্স-মেন অরিজিনস: ওল্ভেরাইন | ভিক্টর ক্রীড/সাব্রেটূথ | মনোনয়ন — এমটিভি মুভি আওয়ার্ড ফর বেস্ট ফাইট মনোনয়ন — পিপল'স চয়েস আওয়ার্ড ফর ফেভারিট অন-স্ক্রীন টিম মনোনয়ন — টিন চয়েস আওয়ার্ড ফর চয়েস মুভি ভিলেন মনোনয়ন — টিন চয়েস আওয়ার্ড ফর চয়েস মুভি রাম্বল |
টেকিং উডস্টক | ভিল্মা | ||
এভরি ডে | নেড | ||
২০১০ | রিপো মেন | ফ্রাঙ্ক | |
সল্ট | খেওডোর "টেড" উইন্টারস | ||
২০১২ | গুন | রোস র্হিয়া | |
জ্যাক | জ্যাক |