এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(আগস্ট ২০২১) |
লিসিপ্রিয়া কাংগুজাম | |
---|---|
![]() ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত জাতিসংঘের এশিয়া-প্যাসিফিক জলবায়ু সপ্তাহ ২০১৯-এ লিসিপ্রিয়া কাংগুজাম | |
জন্ম | লিসিপ্রিয়া কাংগুজাম ২ অক্টোবর ২০১১ |
পেশা | শিক্ষার্থী, পরিবেশ কর্মী |
কর্মজীবন | ২০১৮–বর্তমান |
পরিচিতির কারণ | জলবায়ু পরিবর্তনের বিষয়ে সচেতনতা সৃষ্টি |
আন্দোলন | দ্য চাইল্ড মুভমেন্ট |
পিতা-মাতা |
|
আত্মীয় | চিংলেনসানা কাংগুজাম (চাচা) |
পুরস্কার |
|
লিসিপ্রিয়া কাংগুজাম একজন ভারতীয় শিশু পরিবেশ কর্মী। তিনি পৃথিবীর সর্বকনিষ্ঠ পরিবেশ কর্মীদের মধ্যে অন্যতম। তিনি স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন ২০১৯-এ অংশ নেন এবং বিশ্ব নেতৃবৃন্দকে জলবায়ু পরিবর্তন রোধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ভারতে পরিবেশ দূষণের উচ্চ মাত্রা রোধে নতুন আইন পাশ এবং বিদ্যালয়ের পাঠ্যক্রমে জলবায়ু পরিবর্তনের বিষয়টি অন্তর্ভুক্তির জন্য লিসিপ্রিয়া ২০১৮ সাল থেকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।[২][৩][৪][৫]