লীলাধ্বজ থাপা | |
---|---|
স্থানীয় নাম | लीलाध्वज थापा |
জন্ম | ১৯২১ এ.ডি. (১৯৭৮ বি.এস. আষাঢ়) কমল পোখারী, কাঠমান্ডু, নেপাল |
মৃত্যু | ২০৪১ বি.এস. |
পেশা | উপন্যাসিক |
উল্লেখযোগ্য রচনা | মন (मन) |
উল্লেখযোগ্য পুরস্কার | মদন পুরস্কার ২০১৪ বি. এস. |
লীলাধ্বজ থাপা (নেপালি: लीलाध्वज थापा) একজন নেপালি উপন্যাস লেখক ছিলেন। ২০১৪ বি.এস. সালে মন (ইংরেজি: হার্ট) উপন্যাসের জন্য তাঁকে মদন পুরস্কারে ভূষিত করা হয়েছিল। এটি মদন পুরস্কারের দ্বিতীয় বছর ছিল। মদন পুরস্কারে ভূষিত মান ছিল প্রথম উপন্যাস। এটি নেপালি সমাজ ভিত্তিক উপন্যাস।
তাঁর অন্যান্য কাজ হল ''সবাইকো লাগি'' (सबैको लागि) ২০২৬ বি.এস-এ। [১][২]