লুইস আরসে

লুইস আরসে
বলিভিয়ার নির্বাচিত রাষ্ট্রপতি
দায়িত্ব গ্রহণ
৮ নভেম্বর ২০২০
উপরাষ্ট্রপতিডেভিড চোকুয়েহুয়ানসা (Elect)
যার উত্তরসূরীজিনাইন আনেজ (অভ্যন্তরীণ)
অর্থনীতি ও জন-অর্থনীতি মন্ত্রী
কাজের মেয়াদ
২৩ জানুয়ারী ২০১৯ – ১০ নভেম্বর ২০১৯
রাষ্ট্রপতিইভো মোরেলস
পূর্বসূরীমারিও গুলিয়েন সুয়ারেজ
উত্তরসূরীহজশে লুইস পারাডা রিভারো
কাজের মেয়াদ
২৩ জানুয়ারী ২০০৬ – ২৪ জুন, ২০১৭
রাষ্ট্রপতিইভো মোরেলস
পূর্বসূরীওয়ালদো গুটিয়েরজ ইরিয়ার্তে
উত্তরসূরীমারিও গুইলেন সুয়ারেজ
ব্যক্তিগত বিবরণ
জন্মলুইস আলবার্টো আরসে কাটাকোরা
(1963-09-28) ২৮ সেপ্টেম্বর ১৯৬৩ (বয়স ৬১)
লা পাজ, বলিভিয়া
রাজনৈতিক দলমুভমেন্ট ফর সোশ্যালিজম
দাম্পত্য সঙ্গীলর্ডেস ব্রিজিডা ডুরান রমেরো
সন্তান
পিতামাতাকার্লোস আরসে
ওলগা কাটাকোরা
প্রাক্তন শিক্ষার্থীHigher University of San Andrés
University of Warwick

লুইস আলবার্তো "লুচো" আরসে ক্যাটাকোরা (জন্ম ২৭ সেপ্টেম্বর ১৯৬৩) একজন বলিভিয়ার রাজনীতিবিদ যিনি ২০০৬ থেকে ২০১৭ পর্যন্ত এবং রাষ্ট্রপতি ইভো মোরালেসের অধীনে ২০১৯ সালে অর্থনীতি ও জন-অর্থ মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।[] ২০২০ সালের বলিভিয়ার সাধারণ নির্বাচনে বিজয়ী হওয়ার পরে তিনি বলিভিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ২০২০ সালের ৮ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেন।[] তিনি রাজনৈতিক দলের আন্দোলন সমাজতন্ত্রের সদস্য।

জীবনের প্রথমার্ধ

[সম্পাদনা]

লুইস আরসের জন্ম ১৯৬৩ সালের ২৮ সেপ্টেম্বরে লা পাজে[] তিনি কার্লোস আর্স গনজালেস এবং ওলগা ক্যাটাকোরার সন্তান। তারা উভয়ই শিক্ষক ছিলেন। আর্সে মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠেন। ১৯৬৮ সালে তিনি তার স্কুল পড়াশোনা শুরু করেন এবং ১৯৮০ সালে লা পাজের হাই স্কুল থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি লা পাজের ব্যাংক শিক্ষা ইনস্টিটিউটে পড়াশোনা করেছিলেন, প্রাথমিকভাবে ১৯৮৪ সালে হিসাবরক্ষক হিসাবে স্নাতক হন। ১৯৯১ সালে তিনি সান আন্দ্রে উচ্চ বিশ্ববিদ্যালয় অর্থনীতিতে স্নাতক ডিগ্রী লাভ করেন। এরপর তিনি বিদেশে পড়াশোনা করতে ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের এ কভেন্ট্রি, যুক্তরাজ্যে যান, যেখানে তিনি ১৯৯৭ সালে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর। তিনি ইউনিভার্সিডেড ডি লস অ্যান্ডিসের এবং বলিভিয়ায় বেসরকারী ইউনিভার্সিডেড ফ্রাঞ্জ তমায়োর (ইউএনআইএফআরএনএনজি) সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিধারী।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Who is Luis Arce, the President Elect of Bolivia?" (স্পেনীয় ভাষায়)। ১৯ অক্টোবর ২০২০। 
  2. "Copa announces that Arce will be inaugurated on November 8" (স্পেনীয় ভাষায়)। ২৩ অক্টোবর ২০২০। 
  3. "Luis Arce, un delfín que nada sobre el capital político de Evo Morales"France24। ২৫ সেপ্টেম্বর ২০২০। 
  4. VILLALOBOS, Tania (৫ মে ২০১৬)। "Luis Alberto Arce Catacora"Trigésimo sexto período de sesiones de la CEPAL (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২০ 
  5. "UNIFRANZ website"www.unifranz.edu.bo [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]