লুইস আরসে | |
---|---|
বলিভিয়ার নির্বাচিত রাষ্ট্রপতি | |
দায়িত্ব গ্রহণ ৮ নভেম্বর ২০২০ | |
উপরাষ্ট্রপতি | ডেভিড চোকুয়েহুয়ানসা (Elect) |
যার উত্তরসূরী | জিনাইন আনেজ (অভ্যন্তরীণ) |
অর্থনীতি ও জন-অর্থনীতি মন্ত্রী | |
কাজের মেয়াদ ২৩ জানুয়ারী ২০১৯ – ১০ নভেম্বর ২০১৯ | |
রাষ্ট্রপতি | ইভো মোরেলস |
পূর্বসূরী | মারিও গুলিয়েন সুয়ারেজ |
উত্তরসূরী | হজশে লুইস পারাডা রিভারো |
কাজের মেয়াদ ২৩ জানুয়ারী ২০০৬ – ২৪ জুন, ২০১৭ | |
রাষ্ট্রপতি | ইভো মোরেলস |
পূর্বসূরী | ওয়ালদো গুটিয়েরজ ইরিয়ার্তে |
উত্তরসূরী | মারিও গুইলেন সুয়ারেজ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | লুইস আলবার্টো আরসে কাটাকোরা ২৮ সেপ্টেম্বর ১৯৬৩ লা পাজ, বলিভিয়া |
রাজনৈতিক দল | মুভমেন্ট ফর সোশ্যালিজম |
দাম্পত্য সঙ্গী | লর্ডেস ব্রিজিডা ডুরান রমেরো |
সন্তান | ৩ |
পিতামাতা | কার্লোস আরসে ওলগা কাটাকোরা |
প্রাক্তন শিক্ষার্থী | Higher University of San Andrés University of Warwick |
লুইস আলবার্তো "লুচো" আরসে ক্যাটাকোরা (জন্ম ২৭ সেপ্টেম্বর ১৯৬৩) একজন বলিভিয়ার রাজনীতিবিদ যিনি ২০০৬ থেকে ২০১৭ পর্যন্ত এবং রাষ্ট্রপতি ইভো মোরালেসের অধীনে ২০১৯ সালে অর্থনীতি ও জন-অর্থ মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।[১] ২০২০ সালের বলিভিয়ার সাধারণ নির্বাচনে বিজয়ী হওয়ার পরে তিনি বলিভিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ২০২০ সালের ৮ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেন।[২] তিনি রাজনৈতিক দলের আন্দোলন সমাজতন্ত্রের সদস্য।
লুইস আরসের জন্ম ১৯৬৩ সালের ২৮ সেপ্টেম্বরে লা পাজে।[৩] তিনি কার্লোস আর্স গনজালেস এবং ওলগা ক্যাটাকোরার সন্তান। তারা উভয়ই শিক্ষক ছিলেন। আর্সে মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠেন। ১৯৬৮ সালে তিনি তার স্কুল পড়াশোনা শুরু করেন এবং ১৯৮০ সালে লা পাজের হাই স্কুল থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি লা পাজের ব্যাংক শিক্ষা ইনস্টিটিউটে পড়াশোনা করেছিলেন, প্রাথমিকভাবে ১৯৮৪ সালে হিসাবরক্ষক হিসাবে স্নাতক হন। ১৯৯১ সালে তিনি সান আন্দ্রে উচ্চ বিশ্ববিদ্যালয় অর্থনীতিতে স্নাতক ডিগ্রী লাভ করেন। এরপর তিনি বিদেশে পড়াশোনা করতে ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের এ কভেন্ট্রি, যুক্তরাজ্যে যান, যেখানে তিনি ১৯৯৭ সালে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর। তিনি ইউনিভার্সিডেড ডি লস অ্যান্ডিসের এবং বলিভিয়ায় বেসরকারী ইউনিভার্সিডেড ফ্রাঞ্জ তমায়োর (ইউএনআইএফআরএনএনজি) সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিধারী।[৪][৫]